Editorial

আত্মীয়তা থাক, কিন্তু সমীহটাও অত্যন্ত জরুরি

প্রশাসনের সঙ্গে নাগরিকের একটা বিশ্বাসের সম্পর্ক রয়েছে, একটা অধিকার বোধের সম্পর্ক রয়েছে। আবার, অন্যায় করলে যে শাস্তি পেতে হবে, সেই ভয় বা সমীহের সম্পর্কটাও রয়েছে।

Advertisement

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ০১:৪৮
Share:

শুনশান আউশগ্রাম। উদিত সিংহের তোলা ছবি।

প্রশাসনের সঙ্গে নাগরিকের একটা বিশ্বাসের সম্পর্ক রয়েছে, একটা অধিকার বোধের সম্পর্ক রয়েছে। আবার, অন্যায় করলে যে শাস্তি পেতে হবে, সেই ভয় বা সমীহের সম্পর্কটাও রয়েছে। সুষ্ঠু শাসন ব্যবস্থায় প্রশাসন ও নাগরিকের সম্পর্কের এই সবক’টা মাত্রাই অত্যন্ত জরুরি এবং অপরিহার্য। কিন্তু সম্পর্কের কোনও কোনও মাত্রা ফিকে হয়ে যাচ্ছে আজকাল। তাই সবটা আর সুষ্ঠু থাকছে না সর্বত্র।

Advertisement

কোথাও দুর্ঘটনার প্রতিক্রিয়ায় পুলিশ ফাঁড়িতে আগুন জ্বলছে, দেদার ভাঙচুর চলছে। কোথাও সরকারি প্রকল্পের দোষ-গুণ নিয়ে অবিশ্বাস এমন পর্যায়ে পৌঁছচ্ছে যে রাস্তা কাটা পড়ছে, সরকারি সম্পত্তি পুড়ে খাক হচ্ছে, টানা অবরোধ চলছে। কোথাও স্কুলের জমিতে দোকানঘর তৈরি নিয়ে শুরু হওয়া বিবাদে থানা লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, পুলিশ কর্মীরা ভয়ঙ্কর আক্রমণের শিকার হচ্ছেন।

পর পর এমন ঘটনা কিন্তু কোনও শুভ সঙ্কেত নয়। যখন তখন আইনকে হাতে তুলে নেওয়ার একটা মারাত্মক প্রবণতা পরিলক্ষিত এই ঘটনাগুলোয়। আইন-শৃঙ্খলার প্রতি সাধারণ নাগরিকদের একাংশের দায়বদ্ধতার অভাবই এতে প্রকট।

Advertisement

কেন দায়বদ্ধতার এই অভাব, তা খুঁজে বার করা খুব জরুরি আজ। খুঁজতে গেলেই প্রশাসনের সঙ্গে নাগরিকের সম্পর্কের মাত্রাগুলো আবার আতস কাচের নীচে আসছে। তাতে দেখা যাচ্ছে, প্রশাসনের প্রতি সমীহে ঘাটতি দেখা দিয়েছে জনসংখ্যার একাংশের মধ্যে। সমীহে এই ঘটতির পিছনে দু’রকম কারণ থাকতে পারে। প্রথমত, প্রশাসনকে আপন মনে না করা বা বিশ্বাস করতে না পারা। দ্বিতীয়ত, অন্যায় করলে বা আইন-শৃঙ্খলা ভঙ্গ করলে যে কঠোর শাস্তির বিধান রয়েছে, তার হাত থেকে রেহাই পেয়ে যাওয়া খুব শক্ত নয়, এই ধারণা চারিয়ে যাওয়া।

প্রশাসনের প্রতি আদ্যন্ত অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে রাজ্য জুড়ে, এমন কথা বলার সময় এখনও আসেনি। কিন্তু অন্যায় করেও যে আইনের ফাঁস এড়ানো সম্ভব, তেমন একটা বার্তা সম্ভবত নাগরিকদের একাংশের মধ্যে পৌঁছেছে। এই রকম কোনও বার্তা চারিয়ে যাওয়া কিন্তু প্রশাসনের পক্ষে স্বস্তির বিষয় নয়। আইন-শৃঙ্খলা ব্যবস্থা বৃহদংশে ভেঙে পড়েছে, এমন কথা বলা যাচ্ছে না ঠিকই। কিন্তু যে উপসর্গগুলো ফুটে উঠতে শুরু করেছে, তা দেখে সতর্ক হওয়া না গেলে অসুখ যে আরও গভীর হবে, তা নিয়ে সংশয় নেই।

ঈশান কোণে কিন্তু মেঘের আভাস। কঠোর মুদ্রায় রাশটা টেনে ধরা দরকার এখনই। পারস্পরিক বি‌শ্বাস থাক, অধিকার বোধ থাক, আত্মীয়তা থাক। কিন্তু সমীহটাও থাক। নিশ্চিত করতে হবে প্রশাসনকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন