Today's Headlines

খবর আজকে

সারা দিন ব্যস্ত ছিলেন? কী হয়েছে জানতে পারেননি? চিন্তা কীসের? দিনের সেরা বাছাই করা খবরগুলো দেখে নিন এক ঝলকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৫৭
Share:

নরেন্দ্র মোদী থেকে রাহুল গাঁধী, ডোনাল্ড ট্রাম্প থেকে ভ্লাদিমির পুতিন, শাহরুখ খান থেকে কঙ্গনা রানাউত, বিরাট কোহালি থেকে ঋদ্ধিমান সাহা— খবরের কোনও অভাব নেই। কিন্তু সব খবরই শোনার বা দেখার মতো অফুরন্ত সময় আপনার হাতে আছে কি? এত অজস্র খবরের মধ্যে কোন খবরটা দেখবেন বা শুনবেন? চিন্তা নেই। প্রকৃত গুরুত্বপূর্ণ খবর এবং আপনার পক্ষে প্রয়োজনীয় খবর আমরাই বেছে দেব। আপনার ব্যস্ত সময়ের মধ্যেও চটজলদি আপনি সে সব দেখে নিতে পারবেন। জেনে নিন চারপাশে কী ঘটছে, কোথায় ঘটছে, কেন ঘটছে।

Advertisement

দেখুন ভিডিও...

Advertisement

বিসর্জন-রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে না রাজ্য

শেষ পর্যন্ত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে না যাওয়ারই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার, কলকাতা ও আশপাশের পাঁচটি জেলার সাংসদ, বিধায়কদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সবিস্তার পড়তে ক্লিক করুন

‘টেররিস্তান’ বলে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের

বৃহস্পতিবারে সাধারণ সভার বৈঠকে পাক প্রধানমন্ত্রী যখন সন্ত্রাসের বিষয়টি থেকে সকলের দৃষ্টি সরিয়ে কাশ্মীর সমস্যা নিয়ে ভারতের ভূমিকাকে আলোকপাত করার চেষ্টা করেন, ভারতও পাল্টা জবাব দেয়। বলে, নিজের দেশের সন্ত্রাসবাদী কার্যকলাপকে চাপা দিতে এটা পাকিস্তানের দীর্ঘ দিনের একটা কৌশল। সবিস্তার পড়তে ক্লিক করুন

‘এমন শাস্তি যেন স্কুল না দেয়’, চিঠি লিখে আত্মঘাতী ক্লাস ফাইভের ছাত্র

পরীক্ষা দিয়ে ফেরার পর থেকেই কেমন যেন মনমরা ছিল ছোট্ট নবনীত। রাতের খাওয়ায় ঠিকমতো খায়নি। সে দিন রাতেই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে সে। সবিস্তার পড়তে ক্লিক করুন

পাকিস্তানেই রয়েছেন ডন, জেরায় স্বীকার দাউদের ভাই ইকবাল কাসকরের

ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম পাকিস্তানেই আছেন। জেরায় পুলিশের কাছে এ কথাই জানিয়েছেন দাউদের ভাই ইকবাল কাসকর। কাসকরের এই স্বীকারোক্তির কথা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন মুম্বই পুলিশের এক আধিকারিক। সবিস্তার পড়তে ক্লিক করুন

‘মানসিক ভাবে অসুস্থ’ ট্রাম্পকে বশ মানাবেন আগুন দিয়েই, পাল্টা হুঁশিয়ারি কিমের

‘মানসিক ভাবে অসুস্থ’ ট্রাম্পকে কী ভাবে বশে রাখতে হয় তা জানা আছে। তাঁকে বশ করবেন আগুন দিয়েই। সাধারণ সভার মঞ্চ থেকে দেওয়া ট্রাম্পের হুঁশিয়ারিকে এ ভাবেই পাল্টা চ্যালেঞ্জ জানালেন কিম জং উন। সবিস্তার পড়তে ক্লিক করুন

কুলদীপ-চাহালের সাফল্যে ফেরা কঠিন অশ্বিন-জাডেজার: হরভজন

বৃহস্পতিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের হ্যাটট্রিকটি সেরে ফেলেছেন কুলদীপ যাদব। সেই মাঠে যেখানে বল হাতে ওয়ান ডে-তে হ্যাটট্রিক করেছিলেন কপিল দেব আর টেস্ট ক্রিকেটে হরভজন সিংহ। সবিস্তার পড়তে ক্লিক করুন

কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেট

কে নেই সেই তালিকায়? সচিন তেন্ডুলকর থেকে শিখর ধবন। সঞ্জয় মঞ্জরেকর থেকে সুরেশ রায়না। সকলেই কুলদীপকে ভরিয়ে দিলেন প্রশংসায়। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে যাঁর ঝুলিতে জায়গা করে নিয়েছে হ্যাটট্রিক। সবিস্তার পড়তে ক্লিক করুন

অস্কার-দৌড়ে ভারতের এ বারের ঘোড়া রাজকুমারের ‘নিউটন’

পরবর্তী অস্কারের দৌড় শুরু হয়ে গিয়েছে। বিশ্বের শতাধিক দেশের সহস্রাধিক চলচ্চিত্রের মধ্যে ঝাড়াই-বাছাই পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ভারতও তৈরি। এ বছর ভারত থেকে অস্কারের জন্য পাঠানো হচ্ছে অভিনেতা রাজকুমার রাও অভিনীত ‘নিউটন’ ছবিটিকে। সবিস্তার পড়তে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন