PG Admission 2025

ডেয়ারি টেকনোলজি নিয়ে পড়তে চান স্নাতকোত্তর! সুযোগ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ফিশারি সায়েন্সেস এবং ডেয়ারি টেকনোলজির একাধিক বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৪:৪১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ডেয়ারি টেকনোলজি নিয়ে স্নাতকোত্তর স্তরের কোর্স করতে চান? ভর্তি প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ফিশারি সায়েন্সেস এবং ডেয়ারি টেকনোলজির একাধিক বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হবে। মোট ৬০টি আসন খালি রয়েছে।

Advertisement

বিষয়গুলি হল— ডেয়ারি কেমিস্ট্রি, ডেয়ারি মাইক্রোবায়োলজি, ডেয়ারি ইঞ্জিনিয়ারিং, অ্যাকোয়াকালচার, ফিশ প্রসেসিং টেকনোলজি, ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যাকোয়াটিক অ্যানিম্যাল হেলথ ম্যানেজমেন্ট, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, ফিশারিজ এক্সটেনশন, ফিশিং টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ ইকোনমিক্স, ফিশ নিউট্রিশন অ্যান্ড ফিড টেকনোলজি।

ডেয়ারি টেকনোলজি, ফিশারিজ সায়েন্সেস বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক স্তরে ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

Advertisement

আগ্রহীদের ৩ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ১০ নভেম্বর প্রবেশিকার মাধ্যমে পড়ুয়াদের মেধা যাচাই করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৭ নভেম্বর ওয়েবসাইট থেকে মেধা তালিকা দেখার সুযোগ থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement