Permanent officer appointment

ছন্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়! দীর্ঘ দিন পর স্থায়ী আধিকারিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টস, ফাইন্যান্স অফিসার-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে এই নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ পদগুলিতে স্থায়ী আধিকারিক না থাকায় বহুদিন ধরেই প্রশাসনিক কাজকর্ম চালাতে ব্যাপক সমস্যায় পড়ছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৮:৫৪
Share:

প্রতীকী চিত্র।

দীর্ঘ সাত-আট বছর পর বিভিন্ন পদে স্থায়ী নিয়োগ হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই ৮টি আধিকারিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

জানানো হয়েছে রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টস, ফাইন্যান্স অফিসার-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে এই নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ পদগুলিতে স্থায়ী আধিকারিক না থাকায় বহুদিন ধরেই প্রশাসনিক কাজকর্ম চালাতে ব্যাপক সমস্যায় পড়ছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থায়ী উপাচার্য হিসেবে চিরঞ্জীব ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পরেই জানিয়েছিলেন, প্রথমেই আধিকারিক নিয়োগ করার দিকে মনোনিয়োগ করবেন তিনি। এর পর ধাপে ধাপে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগও করা হবে বলে তিনি জানিয়েছেন।

হিসাব বলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-এর ডিসেম্বর থেকে রেজিস্ট্রার পদ ফাঁকা। ডেপুটি রেজিস্ট্রারের দু’টি পদই শূন্য। এর মধ্যে একটি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফিন্যান্স অফিসারের পদ ফাঁকা রয়েছে ২০২৩-এর নভেম্বর থেকে। ডিন অফ স্টুডেন্টস-এর পদ বহু দিন ধরে ফাঁকা পড়ে রয়েছে। ডেভেলপমেন্ট অফিসারের পদ শূন্য ২০২১ থেকে। সায়েন্স ফ্যাকাল্টি সেক্রেটারি ও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সেক্রেটারি পদ ২০২০-২১ সাল থেকে ফাঁকা পড়ে রয়েছে। এখানে দু’টি পৃথক পদে নিয়োগ করা হবে। প্লেসমেন্ট ট্রেনিং অফিসার পদে স্থায়ী আধিকারিক নেই ২০১৯ থেকে।

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠনের সাধারণ সম্পাদক (জুটা) পার্থপ্রতিম রায় বলেন, “দীর্ঘ দিন ধরেই বিশ্ববিদ্যালয়ের একাধিক গুরুত্বপূর্ণ পদে কোন‌ও আধিকারিক ছিল না। আশা করব দ্রুত এই পদগুলিতে নিয়োগ হবে। এই নিয়োগের ফলে ছাত্র-শিক্ষক ও গবেষকরা যে অসুবিধায় পড়ছিলেন, তার অনেকটা সমাধান ঘটবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement