NEET UG 2023

নিট ইউজির জন্য জমা পড়ল রেকর্ড সংখ্যক আবেদনপত্র, আবেদন ১২ লক্ষ মহিলা পরীক্ষার্থীর

পরীক্ষা হবে আগামী ৭ মে, রবিবার। পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ অর্থাৎ পরীক্ষার্থীদের কোন কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হবে, সেই তথ্য সম্বলিত স্লিপটিও শীঘ্রই প্রকাশ করবে এনটিএ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৩ ১৬:০৫
Share:

রেকর্ড সংখ্যক আবেদনপত্র জমা পড়ল নিট ইউজির জন্য। প্রতীকী ছবি।

চলতি বছরে ডাক্তারির স্নাতকের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন। এর মধ্যে রয়েছেন প্রায় ১২ লক্ষ মহিলা পরীক্ষার্থীও। সংবাদসংস্থার প্রকাশিত খবরে এমনটাই জানিয়েছেন পরীক্ষার আয়োজনের সঙ্গে যুক্ত আধিকারিকরা।

Advertisement

দেশে আয়োজিত বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার মধ্যে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট অর্থাৎ নিট ইউজি সবচেয়ে বড় পরীক্ষা। এর পরেই রয়েছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা সিইউইটি।

রেজিস্ট্রেশনের পরিসংখ্যান দেখে জানা গিয়েছে, মোট ২০.৮৭ লক্ষ পরীক্ষার্থী এই বারের নিট ইউজি দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। যা গত বছরের তুলনায় ২.৫৭ লক্ষ বেশি।

Advertisement

পরিসংখ্যান থেকে এও জানা গিয়েছে যে, মহিলা পরীক্ষার্থীর সংখ্যাও এ বার দুই অঙ্কের ঘরে পৌঁছেছে। আবেদন জানিয়েছেন মোট ১১.৮ লক্ষ মহিলা পরীক্ষার্থী। অন্য দিকে, পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৯.০২ লক্ষ। অর্থাৎ, এ বার পুরুষদের তুলনায় ২.৮ লক্ষ বেশি মহিলা পরীক্ষার্থী নিট ইউজিতে আবেদন জানিয়েছেন।

পরীক্ষায় সবচেয়ে বেশি সংখ্যক আবেদন এসেছে মহারাষ্ট্র থেকে। তালিকায় এর পরেই রয়েছে উত্তর প্রদেশ।

এর আগে বুধবারই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এ বারের পরীক্ষার ভাষার মাধ্যম সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাঁরা নিট ইউজি পরীক্ষাটি ইংরেজি ভাষায় দিতে চান, তাঁদের ইংরেজি প্রশ্নপত্রই দেওয়া হবে। অন্য দিকে, যাঁরা হিন্দিতে পরীক্ষা দিতে চান, তাঁদের হিন্দি এবং ইংরেজি দু’টি ভাষাতে প্রশ্নপত্র দেওয়া হবে। অন্যান্য আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে চাইলেও তাঁদের দ্বিভাষিক প্রশ্নপত্র দেওয়া হবে। পছন্দের আঞ্চলিক ভাষা ছাড়াও দেওয়া হবে ইংরেজি প্রশ্নপত্র।

পরীক্ষা হবে আগামী ৭ মে, রবিবার। পরীক্ষার ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ অর্থাৎ পরীক্ষার্থীদের কোন কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হবে, সেই তথ্য সম্বলিত স্লিপটিও শীঘ্রই প্রকাশ করবে এনটিএ। অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে পরীক্ষার ১৫ দিন আগে। দশম এবং দ্বাদশের সিলেবাস থেকেই আসবে পরীক্ষার প্রশ্ন।

প্রতি বছরই নিট ইউজির আয়োজন করা হয় ডাক্তারির এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিএসএমএস, বিইউএমএস, বিএইচএমএস এবং বিএসসি অনার্স নার্সিং কোর্সের জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন