IIEST Shibpur Art Festival

ক্যানভাসে রঙের প্রলেপ, মাটি লেপে মূর্তির সাজ, জমজমাট আইআইইএসটি শিবপুরের আর্ট ফেস্টিভ্যাল

হাল আমলের ডুডলিং থেকে শুরু করে মৃৎশিল্পীদের সাহচর্যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার চর্চায় মেতে উঠেছিলেন প্রতিষ্ঠানের পড়ুয়ারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০০
Share:

তিন দিন ধরে চলল শিল্পকলার উৎসব। নিজস্ব চিত্র।

বসন্তের আগমনে তুলির টানে সেজে উঠল ক্যাম্পাস। কোথাও হাল আমলের ডুডলিংয়ের অন্যভস্ত আঁকিবুকি, আবার কোথাও মাটিকে সাজিয়ে প্রাণ প্রতিষ্ঠার চেষ্টায় মগ্ন ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরের পড়ুয়ারা। ‘কীর্তি ৫.০’ শীর্ষক আর্ট ফেস্টিভ্যাল কিছুটা এমন ছবির সমাহার হয়ে উঠেছিল।

Advertisement

প্রতিষ্ঠানের স্টুডেন্ট ক্লাব দ্য সোসাইটি ফর ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড গ্রিন এনভায়রনমেন্ট এবং ইনস্টিটিউটশন’স ইনোভেশন কাউন্সিলের তরফে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়। তিন দিনের এই শিল্পকলা উৎসব উদ্‌যাপনে শামিল হয়েছিলেন ভাস্কর তারক গড়াই, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভিস্যুয়াল আর্টস বিভাগের অধ্যাপক খোকন রাউত এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের বিশেষজ্ঞরা।

তিনদিনের অনুষ্ঠানে শামিল বিশিষ্ট অতিথিরা। নিজস্ব চিত্র।

১৭ থেকে ১৯ জানুয়ারি এই অনুষ্ঠানে প্রতিদিন বিভিন্ন ধরনের ইভেন্টে অংশগ্রহণ করেন পড়ুয়ারা। ক্লে মডেলিং, অর্থাৎ মাটির তাল থেকে মূর্তি বা অন্য কোনও সামগ্রী তৈরি করার মধ্যে দিয়ে পড়ুয়াদের সৃজনশীলতা পরখ করে নেওয়া হয়। এর পাশাপাশি, কুমোরটুলির মৃৎশিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালারও আয়োজন করা হয়।

Advertisement

পাশাপাশি, এই উৎসব থেকেই ডুডলিং-এর আঁকিবুকি, গ্রাফিতি আর্ট নিয়ে উৎসাহীরা নিজের মতো করে ছবি আঁকার সুযোগ পেয়েছেন। সার্বিক ভাবে অপ্রয়োজনীয় সামগ্রীও কী ভাবে শিল্পকলা চর্চার উপযোগী হয়ে উঠতে পারে এবং তা ক্যাম্পাসসজ্জায় ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে বিশেষ আলোচনা করা হয়।

পড়ুয়ারা কী ভাবে আঁকিবুকির মাধ্যমে নিজেদের মন ভাল রাখতে পারবেন, তা নিয়েও এই উৎসবে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল। এই কর্মশালায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভিস্যুয়াল আর্টস বিভাগের অধ্যাপক খোকন রাউত ক্রিয়েটিভ পেন্টিং-এর পাশাপাশি পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত স্টার্টআপের বিষয়েও অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement