Initiative by WBCHSE 2025

জয়েন্টে ভাল ফল করবে বাংলার ছাত্রছাত্রীরা! সাহায্যে এগিয়ে এল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

শিক্ষা সংসদের অধীনে রয়েছে রাজ্যের প্রায় ৭০০০ স্কুল। এর মধ্যে ৫০ শতাংশ স্কুলের বিজ্ঞান শাখার পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। কেরিয়ার গাইডেন্সের প্রথম দফার প্রশিক্ষণ হয়েছে ১২ মে থেকে ৪ জুন পর্যন্ত, অনলাইন এবং অফলাইনে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১৯:৩৭
Share:

প্রতীকী ছবি।

বিজ্ঞান শাখার পড়ুয়াদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (ডব্লিউবিজেইই)-এর প্রতি আগ্রহ বাড়াতে জেলায় জেলায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এই প্রশিক্ষণ শুরু হবে বলে জানাচ্ছে শিক্ষা সংসদ।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক বলেন, “জুলাই মাস থেকে এই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা জেলায় জেলায় করব। এ জন্য শিক্ষকের প্রয়োজন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদই তার ব্যবস্থা করবে। জেলাভিত্তিক কোন‌ও অডিটোরিয়াম বা বড় স্কুলে এই প্রশিক্ষণের আয়োজন করা হবে।”

উল্লেখ্য, শিক্ষা সংসদের অধীনে রয়েছে রাজ্যের প্রায় ৭০০০ স্কুল। এর মধ্যে ৫০ শতাংশ স্কুলের বিজ্ঞান শাখার পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। কেরিয়ার গাইডেন্সের প্রথম দফার প্রশিক্ষণ হয়েছে ১২ মে থেকে ৪ জুন পর্যন্ত, অনলাইন এবং অফলাইনে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ পার্শ্ববর্তী জেলার পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে প্রশিক্ষণ দেওয়া হয়। এ বার সেই প্রশিক্ষণ দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জেলা ভিত্তিক।

Advertisement

শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “বিজ্ঞানের ছাত্রছাত্রীরা যাতে রাজ্য জয়েন্ট পরীক্ষায় ভাল ফল করে এবং ভবিষ্যতে সফল ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারে তা-ই আমাদের মূল লক্ষ্য। তাই আমরা জেলায় জেলায় এ বার পৌঁছে প্রশিক্ষণ দেব।”

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রথম বার রাজ্যের পড়ুয়াদের জন্য কেরিয়ার গাইডেন্স ক্লাস চালু করছে। যার পোশাকি নাম ‘কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রাম’। যে পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি নিয়ে ভবিষ্যতে কেরিয়ার গড়তে চান অথবা যারা চিকিৎসক হতে চান, তাঁদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে শিক্ষা সংসদ। প্রশিক্ষণের সময় প্রতিদিন ক্লাসের পর মক টেস্ট নেওয়া হবে। টানা চার থেকে সাড়ে চার ঘণ্টার ক্লাস হবে প্রতিদিন। কাউন্সিলের তরফে প্রতি বিষয়ের ক্ষেত্রে তিন জন করে শিক্ষক এই ক্লাসগুলি করাবেন। ক্লাসে প্রতি বিষয়ের বিশেষ বিশেষ মডিউল পড়ানো হবে। রাজ্যের জয়েন্ট পরীক্ষার আদলে মক টেস্টও নেওয়া হবে। প্রতিদিনই ঘণ্টাখানেকের মধ্যে পড়ুয়াদের ফলাফলও জানিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement