ক্যাম্পাসে নজরদারি বাড়াতে তৎপর কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত।
যাদবপুরের ছাত্রীমৃত্যুর ঘটনায় নড়ে বসল কলকাতা বিশ্ববিদ্যালয়। সমস্ত ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ সমীক্ষা শুরু করতে চলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হস্টেল এবং ক্যাম্পাসের সমস্ত সিসি ক্যামেরা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টা ২০ নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট সংলগ্ন একটি পুকুর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ইংরেজি-র তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলকে। পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর পরই শুরু হয়েছে চাপানউতর। প্রশ্ন উঠছে যাদবপুরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
এই পরিস্থিতিতেই সতর্ক হতে চাইছে কলকাতা বিশ্ববিদ্যালয়। রেজিস্ট্রার দেবাশিস দাস বলেন, “এই ঘটনা অনভিপ্রেত। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা দরকার। ছাত্র-শিক্ষকদের মধ্যে যে কোনও সমস্যা নিয়ে কথা বলার পরিসরও বৃদ্ধি করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার চেষ্টা করছি। রিপোর্ট পেলে পদক্ষেপ করা হবে।”
কোন কোন বিষয় খতিয়ে দেখা হবে?
কলকাতায় কোথায় কত সিসিটিভি?