CU postgraduate exams rule

স্নাতকোত্তরের প্রশ্ন করতে পারবেন কলেজ শিক্ষকেরাও! নিয়ম বদলের কথা ভাবছে কলকাতা বিশ্ববিদ্যালয়

২০০৪-০৫ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন কলেজে বাংলা, ইংরেজি-সহ কলা বিভাগের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর পাঠ্যক্রম শুরু হয়। ধীরে ধীরে বিজ্ঞানের বিভিন্ন বিষয়েও পড়ানো শুরু হয়। এত দিন, কলেজ শিক্ষকেরা স্নাতকোত্তর পড়ালেও পরীক্ষার প্রশ্ন আসত বিশ্ববিদ্যালয় থেকেই। সেই নিয়মেই পরিবর্তন আসতে চলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৩:৪৫
Share:

প্রতীকী চিত্র।

স্নাতকোত্তরের পরীক্ষা নিয়ে সিদ্ধান্তে বদল আনতে পারেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অধীন যে সব কলেজে স্নাতকোত্তর পড়ানো হয়, সেখানকার শিক্ষকদেরও দেওয়া হবে প্রশ্ন তৈরির অধিকার। ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

২০০৪-০৫ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন কলেজে বাংলা, ইংরেজি-সহ কলা বিভাগের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর পাঠ্যক্রম শুরু হয়। ধীরে ধীরে বিজ্ঞানের বিভিন্ন বিষয়েও পড়ানো শুরু হয়। এত দিন, কলেজ শিক্ষকেরা স্নাতকোত্তর পড়ালেও পরীক্ষার প্রশ্ন আসত বিশ্ববিদ্যালয় থেকেই। সেই নিয়মেই পরিবর্তন আসতে চলেছে। তবে, প্রশ্ন কলেজের তরফে করা হলেও তা বাছাই করে দেবে বিশ্ববিদ্যালয়ই।

সূত্রের খবর, ইতিমধ্যে স্নাতকোত্তর পড়ানো হয়, এমন কলেজগুলির শিক্ষক ও বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন উপাচার্য আশুতোষ ঘোষ। শিক্ষকদের একাংশের দাবি, নতুন এই নীতির ফলে পড়ুয়াদের সুবিধা হবে। এত দিন, কলেজগুলি তাদের মতো করে পড়াত। পরীক্ষার প্রশ্ন আসত বিশ্ববিদ্যালয় থেকে। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অতিরিক্ত সুবিধা পেতেন বলে অভিযোগও উঠত। কারণ সেমেস্টার ব্যবস্থা চালু হওয়ার পর বিশ্ববিদ্যালয় কোন কোন মডিউলে জোর দিচ্ছে, তা জানতেই পারতেন না কলেজ শিক্ষক বা পড়ুয়ারা।

Advertisement

নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ সরেঙ্গী বলেন, “আমরা চাই কলেজগুলির স্বাধিকার বজায় রেখে সেখানকার শিক্ষকদের বোর্ড অফ স্টাডিজ়ে রাখা হোক। সেই অনুযায়ী স্নাতকোত্তরের প্রশ্ন তৈরির ব্যবস্থা করা হোক। যাতে পড়ুয়ারা সকলেই সমান সুযোগ পান।”

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্রাথমিক ভাবে কলেজগুলির তরফেই বেশ কিছু প্রস্তাব এসেছে। যে সব কলেজে স্নাতকোত্তর পড়ানো হয়, সেখান থেকে অন্তত একজন করে শিক্ষককে প্রশ্ন বাছাই করার জন্য রাখা হোক বোর্ড অফ স্টাডিজ়ে। যাতে বিশ্ববিদ্যালয়ে যে ভাবে পাঠ্যক্রম চালানো হয়, সে ভাবেই স্নাতকোত্তর পড়ানো কলেজগুলিতেও পড়ানো যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, “প্রাথমিক ভাবে আমরা সমস্ত বিষয়ে আলোচনা করেছি। বেশ কিছু কলেজ তাদের মতামত জানিয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে সিন্ডিকেট-এ বিষয়টি উত্থাপন করা হবে। তার পর সিদ্ধান্ত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement