NEET

মেডিক্যাল পিজি-র ভর্তিতে ২৫ শতাংশ কাট অফ কমানোয় সম্মতি কেন্দ্রের

গত শিক্ষাবর্ষে পিজি কাউন্সেলিংয়ের সময় বহুসংখ্যক আসন খালি থাকার কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১৬:১৫
Share:

পিজি মেডিক্যাল কোর্সে ভর্তির ক্ষেত্রে কাট অফ নম্বর কমানোয় সম্মতি জানালো কেন্দ্র। সংগৃহীত ছবি

সোমবার ২০২২-২০২৩-এর পিজি মেডিক্যাল কোর্সে ভর্তির ক্ষেত্রে কাট অফ নম্বর কমানোয় সম্মতি জানালো কেন্দ্র। গত শিক্ষাবর্ষে পিজি কাউন্সেলিংয়ের সময় বহুসংখ্যক আসন খালি থাকার কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement

সরকারি সূত্রে জানা গিয়েছে, সমস্ত ক্যাটেগরির ক্ষেত্রেই এই কাট অফ নম্বর ২৫ শতাংশ করে কমানো হবে।

এই সিদ্ধান্ত ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)-এর সুপারিশ মেনেই গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে।

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, গত শিক্ষাবর্ষে মূলত প্রি ও প্যারা ক্লিনিক্যাল বিষয়গুলিতে ১৪০০-এর মতো আসন শূন্য ছিল।

সূত্রের থেকে আরও জানা গিয়েছে যে, ভারতের মতো দেশে যেখানে পিজি মেডিক্যাল-এর আসন মহার্ঘ বলে বিবেচিত হয়, সেখানে স্নাতকোত্তরে এতো বেশি আসন ফাঁকা থাকলে, তা সম্পদের অপচয় ছাড়া আর কিছু নয়। তাই জন্যই ২০২২-২৩ শিক্ষাবর্ষে পিজি মেডিক্যাল কোর্সে ভর্তির ক্ষেত্রে কাট অফ নম্বর ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৪ অক্টোবর আয়োজিত একটি মিটিংয়ে এনএমসি এই কাট অফ নম্বর কমানোর সুপারিশ জানায়।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে সংশোধিত কাট অফ নম্বর ২৫ শতাংশ কম, পিডব্লিউডি জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে সংশোধিত কাট অফ নম্বর ২০ শতাংশ কম, এসসি/এসটি/ওবিসি প্রার্থীদের এবং পিডব্লিউডি এসসি/এসটি/ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে সংশোধিত কাট অফ নম্বর ১৫ শতাংশ কম ধরা হবে বলে জানা গেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement