গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বইয়ে মুখ গুঁজে পড়াশোনার সময় এখন আর নেই। চাকরি বা গবেষণা নিয়ে কাজ করতে আগ্রহীদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজন নানা ধরনের কোর্স, কর্মশালাতেও যোগদান করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে ওই কোর্স বা কর্মশালায় যোগদানের জন্য মেলে অতিরিক্ত ক্রেডিট পয়েন্ট। পুজোর ছুটির পর কোথায় কেমন কোর্স করানো হচ্ছে, রইল তার সুলুক সন্ধান।
ন্যানোসায়েন্স-এর ট্রেন্ড:
ন্যানোসায়েন্স এবং ন্যানোটেকনোলজি নিয়ে গবেষণা বর্তমানে কোন পথে এগোচ্ছে, তা নিয়ে বিশেষ ক্লাস করাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ন্যানোসেন্টার। ওই কেন্দ্রের ‘উইন্টার স্কুল’-এর অধীনে এই ক্লাস করানো হবে।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বৈদ্যুতিন প্রযুক্তির নকশা তৈরির কৌশল:
কম্পিউটার, মোবাইল ফোন-সহ বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্র বা যন্ত্রাংশের হার্ডওয়্যার তৈরির পরিসরে এখন আর বৈদ্যুতিন প্রযুক্তির নকশা বানানোর (ভিএলএসআই ডিজ়াইন) ক্ষেত্র সীমাবদ্ধ নেই। বৃহত্তর শিল্প উৎপাদনে কাজে লাগছে এই প্রযুক্তি। তারই নকশা নির্মাণের খুঁটিনাটি শেখাবে আইআইটি খড়্গপুর। অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে সার্কিট তৈরির পদ্ধতি নিয়ে চলবে আলোচনা।
ফুড অ্যান্ড ড্রাগ সেফটি:
কলকাতার বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ লেডি ব্রেবোর্ন কলেজের তরফে ফুড অ্যান্ড ড্রাগ সেফটি বিষয়ে ডিপ্লোমা কোর্স করানো হবে। কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের তরফে ক্লাস করাবেন বিশেষজ্ঞেরা।
নার্সিং-এর ডিপ্লোমা কোর্স:
নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে কার্ডিওভাসকুলার থোরাসিক নার্সিং বিষয়ে বিশেষ কোর্স করানো হবে। সংশ্লিষ্ট কোর্সের মাধ্যমে ওই বিশেষ বিষয়ে নার্সিং-এর কাজের কৌশল সম্পর্কেও প্রশিক্ষণ মিলবে।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
পুরুলিয়ার ইতিহাস:
সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ পুরুলিয়ার ইতিহাস নিয়ে বিশেষ আলোচনাসভার আয়োজন করতে চলেছে। তাতে এই জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য, মানভূম সত্যাগ্রহের কাহিনি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলবে।