গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক
তথ্য বিশ্লেষণ, তা নিয়ে চর্চার বিজ্ঞান বিষয়ে আগ্রহ রয়েছে? রাজ্য এবং দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তা শেখার সুযোগ দিচ্ছে। বিশেষ কর্মশালা বা কোর্সের মাধ্যমে আগ্রহীরা ক্ষেত্র বিশেষে প্রয়োগের প্রশিক্ষণও পাবেন। কোথায় কবে কারা আবেদন করতে পারবেন, রইল বিশদ তথ্য।
জলবায়ু বিজ্ঞান এবং ডিপ লার্নিং:
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণীর তরফে জলবায়ু বিজ্ঞানে ডিপ লার্নিং-এর প্রয়োগ শেখানো হবে। বিশেষ কর্মাশালার মাধ্যমে বিশেষজ্ঞেরা উল্লিখিত বিষয় নিয়ে আলোচনা করবেন।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
মেশিন এবং ডিপ লার্নিং:
ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং-এর খুঁটিনাটি বিশেষ কোর্সের মাধ্যমে শেখাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, অ্যাডভান্সড লেভেলের ওই সার্টিফিকেট কোর্সের ক্লাস সপ্তাহান্তে করানো হবে।
জেনারেটিভ এআই এবং ডিপ লার্নিং:
ডিপ লার্নিং-এর মাধ্যমে জেনারেটিভ এআই-এ দক্ষ হওয়ার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুর। প্রতিষ্ঠানের বিশেষজ্ঞেরা কম্পিউটার ভিশন, মডেল ট্রেনিং অ্যান্ড অপটিমাইজ়েশন, রিএনফোর্সমেন্ট লার্নিং, ন্যাচরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং-এর খুঁটিনাটিও শেখাবেন।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
জেনারেটিভ এআই এবং পাইথন প্রোগ্রামিং:
পাইথন প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, মেশিন লার্নিং-এর খুঁটিনাটি শেখাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। সেই সঙ্গে স্টিমুলেশন মডেলের কর্মপদ্ধতি নিয়েও চলবে চর্চা।
গবেষণার রূপরেখায় কৃত্রিম মেধার প্রয়োগ:
গবেষণার রূপরেখা তৈরির কৌশল শেখাতে বিশেষ কর্মশালার আয়োজন করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। প্রতিষ্ঠানের তরফে ডেটা টাইপস, ডেটা ভিস্যুয়ালাইজ়েশন, ক্লাসিক্যাল মেশিন লার্নিং সংক্রান্ত বিষয়েও চর্চা চলবে।