ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজি। ছবি: সংগৃহীত।
ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজি থেকে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) পড়তে চান? তা হলে খোঁজ নিতে পারেন এই প্রতিষ্ঠানে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম ইঞ্জিনিয়ারিং-র রাডার সিস্টেম অ্যান্ড টেকনোলজি পড়ানো হবে এই কোর্সটিতে। তবে এই কোর্সটি শুধুমাত্র কর্মরত পেশাদারদের জন্য। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইঞ্জিনিয়ারিংয়ের কোনও শাখায় দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।
আবেদন করবেন কী ভাবে?
ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা জাবে ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড টেকনোলজির ওয়েবসাইট থেকেই।