SSC West Bengal recruitment

ভোটের আগেই গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষা! নবান্নের সম্মতির অপেক্ষায় এসএসসি

সম্প্রতি নবান্নকে এ বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর। গ্রুপ-সি শূন্যপদ রয়েছে ২৯৮৯টি, গ্রুপ-ডি শূন্যপদ ৫৪৮৮টি। স্কুল সার্ভিস কমিশনের তরফে ১ মার্চ এবং ১৫ মার্চ দু’টি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৫:৫১
Share:

নিজস্ব চিত্র।

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেই স্কুল সার্ভিস কমিশন গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চাইছে। বিধানসভা ভোটের আগেই শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চান কর্তৃপক্ষ।

Advertisement

জানা গিয়েছে, সম্প্রতি নবান্নকে এ বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর। গ্রুপ-সি শূন্যপদ রয়েছে ২৯৮৯টি, গ্রুপ-ডি শূন্যপদ ৫৪৮৮টি। স্কুল সার্ভিস কমিশনের তরফে ১ মার্চ এবং ১৫ মার্চ দু’টি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

ইতিমধ্যেই দু’টি পদে নিয়োগের জন্য আবেদন করেছেন প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী। নবান্নের অনুমোদন পেলেই লিখিত পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে এসএসসি, জানা গিয়েছে স্কুল শিক্ষা দফতর সূত্রে।

Advertisement

উল্লেখ্য, গ্রুপ সি-তে নিয়োগের জন্য প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী, গ্রুপ ডি-তে নিয়োগের জন্য সাড়ে ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। অন্যদিকে স্কুল সার্ভিসের কমিশন সূত্রে জানা যাচ্ছে ২১ জানুয়ারি প্রকাশিত হতে পারে একাদশ দ্বাদশ শ্রেণি নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement