Skill development courses

বাংলার ইতিহাস নিয়ে কর্মশালা, ভাওয়াইয়া গানের কোর্স! কোথায়, কী ভাবে মিলবে যোগদানের সুযোগ?

অনলাইনে আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও ডাকযোগ সমস্ত নথি পাঠিয়ে আবেদনপত্র পাঠানো যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৮:২১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা বৃদ্ধি, নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য পারদর্শী হওয়াও প্রয়োজন। আধুনিক শিক্ষাব্যবস্থায় সে সুযোগ পেতে পারেন পড়ুয়া-শিক্ষক সকলেই। রাজ্যের সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি, দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এমন বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছে। কোথায়, কবে, কারা আবেদনের সুযোগ পাবেন— রইল বিশদ তথ্য।

Advertisement

বাংলা নিয়ে চর্চা:

রাজ্য সরকারের তরফে বাংলার ইতিহাস, ভূগোল, সাহিত্য, সংস্কৃতি, সমাজ, রাজনীতি, অর্থনীতি নিয়ে চর্চার জন্য বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে অধ্যাপক, গবেষক, শিক্ষক, সাংবাদিক, পরিবেশ বিশেষজ্ঞেরা যোগদানের সুযোগ পাবেন। ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর তরফে ওই কর্মশালাটি করানো হবে।

Advertisement
  • কোথায় হবে— মানবসম্পদ উন্নয়ন ও চর্চাকেন্দ্র, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, শিলিগুড়ি।
  • কবে— ৯-১৪ ফেব্রুয়ারি, ২০২৬।
  • কত দিন চলবে— পাঁচ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি তরুণ শিক্ষক, গবেষক, সাংবাদিক, সমাজকর্মীরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ৩১ অক্টোবর।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভাওয়াইয়া গানে ডিপ্লোমা:

উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন লোকসঙ্গীতের মধ্যে একটি হল ভাওয়াইয়া। সেই সঙ্গীতের ইতিহাস, তার চর্চার ইতিবৃত্ত নিয়ে বিশেষ ডিপ্লোমা কোর্স করানো হবে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে। তারই সঙ্গে রাজবংশী ভাষা, নাটক ও নাট্যাভিনয়, আবৃত্তি, ফোক অ্যান্ড ক্রিয়েটিভ ডান্স, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, জিয়োস্পাশিয়াল টেকনোলজি-র মতো বিষয়ে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করানো হবে।

  • কোথায় হবে— কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— কোনও নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি।
  • কত দিন চলবে— ছ’মাস থেকে এক বছর পর্যন্ত।
  • কারা আবেদন করতে পারবেন— উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ২৯ অক্টোবর।

গবেষণাগারে কাজের কৌশল:

গবেষণাগারের যন্ত্র ব্যবহারে কৌশল শেখার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), বেঙ্গালুরু। প্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে আলোর ব্যপ্তি, শ্যাডোগ্রাফি, ইমেজ প্রসেসিং, ল্যাব ডেমনস্ট্রেশনের খুঁটিনাটি শেখানো হবে।

  • কোথায় হবে— অনলাইন এবং অফলাইন, হাইব্রিড মোডে।
  • কবে— ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত।
  • কত দিন চলবে— দু’দিন।
  • কারা আবেদন করতে পারবেন— বিজ্ঞান, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স বিষয়ে স্নাতকেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ৩ নভেম্বর।

পড়াশোনায় কৃত্রিম মেধা:

পঠনপাঠনে কৃত্রিম মেধার প্রয়োগ কী ভাবে সম্ভব? গণিত, জিয়োলজির পাশাপাশি, বাংলা, দর্শনের মতো বিষয়ের ক্ষেত্রে এর প্রয়োগ বাস্তবায়িত করার ভাবনা রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের। কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে যে কোনও বিষয় পড়ানোর জন্য ওই প্রযুক্তির ব্যবহারের কৌশল নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ওই বিশ্ববিদ্যালয়।

  • কোথায় হবে— বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ৮ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
  • কত দিন চলবে— সাত দিন।
  • কারা আবেদন করতে পারবেন— স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়া, রিসার্চ স্কলার, সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— বিশ্ববিদ্যালয়ের তরফে জানিয়ে দেওয়া হবে।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গবেষণায় ইন্ডিয়ান নলেজ সিস্টেম-এর প্রাসঙ্গিকতা:

জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, ভারতীয় সংস্কৃতি এবং তার রীতিনীতিও বর্তমানে পঠনপাঠনের আওতায় রয়েছে। তার প্রয়োগ গবেষণা এবং উন্নয়নের কাজে কী ভাবে লাগানো যেতে পারে, তা নিয়েই বিশেষ কর্মশালা হতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।

  • কোথায় হবে— বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ১১ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত।
  • কত দিন চলবে— ১৪ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়া, রিসার্চ স্কলার, সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
  • আবেদন কী ভাবে— ই-মেল মারফত।
  • আবেদনের শেষ দিন— ৫ নভেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement