Admission 2026

লোকসাহিত্য থেকে স্বাস্থ্যসেবায় এআই-এর প্রয়োগ, কোথায় কবে কোন কোর্সে ভর্তি?

শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং সেমিনারের সুলুকসন্ধান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৮:৩৯
Share:

কোর্স, কর্মশালার সুলুকসন্ধান। ছবি: সংগৃহীত।

রাজ্য এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায়ই জাতীয় কর্মশালা, আলোচনাসভার আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি, স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্সে ভর্তি হওয়ারও সুযোগ থাকে। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।

Advertisement

১। ডিজিটাল যুগে লোকসাহিত্য গবেষণা—

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়ের উপর স্বল্পমেয়াদি কোর্স করানো হবে। এই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

Advertisement

কোথায় হবে— অনলাইনে।

কবে— ফেব্রুয়ারি থেকে মার্চ।

কত দিন চলবে— দু’মাস।

কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী ব্যক্তি।

আবেদনের শেষ দিন— ৩১ জানুয়ারি।

২। ‘ব্যাসাল্টস অ্যাজ় আর্কাইভস অব আর্থ’স ডিপ-টাইম এভল্যুশন’

ভূত্বকের বহু কোটি বছরের গভীর ইতিহাস সংরক্ষণের নথি হিসেবে ব্যাসাল্ট শিলার ব্যবহার নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের জিয়োলজি বিভাগে।

কবে— ৮ জানুয়ারি বেলা ৩টে থেকে।

কত দিন চলবে— একদিন।

কারা আবেদন করতে পারবেন— সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী যে কোনও পড়ুয়া এবং গবেশক।

৩। শ্রমণ পরম্পরায় কর্মবাদ: জাতি গঠনে এর ভূমিকা—

সংশ্লিষ্ট বিষয়ের উপর আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের তরফে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে।

কবে— ২৯ এবং ৩১ জানুয়ারি।

কত দিন চলবে— দু’দিন ধরে।

কারা আবেদন করতে পারবেন— সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী যে কোনও পড়ুয়া এবং গবেষক।

৪। স্বাস্থ্যসেবায় এআই-এর প্রয়োগ—

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ সায়েন্স-র কম্পিউটার সায়েন্স বিভাগের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর কর্মশালার আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে।

কবে— ১৯ এবং ২০ জানুয়ারি।

কত দিন চলবে— দু’দিন ধরে।

কারা আবেদন করতে পারবেন— মেডিকেল প্র্যাক্টিশনার, একাডেমিক স্টাফ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে কর্মরত ও বিশেষজ্ঞদের জন্য। যদি কিছু আসন শেষ পর্যন্ত ফাঁকা থাকে তা হলে স্নাতকোত্তর পড়ুয়াদের সুযোগ দেওয়া হবে।

আবেদনের শেষ দিন— ১৫ জানুয়ারি।

৫। কারেন্ট ইনোভেশনস ইন কেমিক্যাল অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস—

ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে।

কবে— ৫ এবং ৬ জানুয়ারি।

কত দিন চলবে— দু’দিন ধরে।

কারা আবেদন করতে পারবেন— স্নাতকোত্তর স্তরে পড়ছেন এবং গবেষণা করছেন এমন পড়ুয়ারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement