গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
স্কুল শিক্ষায় কৃত্রিম মেধার সংযোজন হয়েছে। কলেজ স্তরে ইন্টার্নশিপের উপর জোর দেওয়া হচ্ছে। জাতীয় শিক্ষানীতি ২০২০-র নিয়ম মেনেই পড়ুয়াদের পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকারাও যাতে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারেন, তার ব্যবস্থা করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষকতায় কৃত্রিম মেধা:
কৃত্রিম মেধার সংযোজন ঘটেছে পঠনপাঠনে। শিক্ষাদানের ক্ষেত্রে চলছে পরীক্ষামূলক প্রয়োগ। পাঠদানে প্রযুক্তির প্রাসঙ্গিকতা বোঝাতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
আইনি কারবার শেখার প্রশিক্ষণ:
বিভিন্ন রাজ্যে আইনি পরিষেবা কোথায়, কী ভাবে পাওয়া যাবে, তার সুলুকসন্ধান দিতেই বিশেষ প্রশিক্ষণের উদ্দেশ্যে ইন্টার্নশিপ করানো হবে। রিমান্ড কোর্টের কার্যপদ্ধতিও শেখাবে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস।
মানবাধিকার নিয়ে চর্চা:
মানবসম্পদ অধিকারের সীমা কতখানি, কোন কাজে তা লঙ্ঘন করা হয়ে থাকে— এই সমস্ত বিষয়ে ইন্টার্নশিপ করানো হবে। প্রশিক্ষণের সময় এই বিষয় নিয়ে তৈরি হওয়া চলচ্চিত্র, শিশু শ্রম সংক্রান্ত সমস্যা নিয়েও চলবে চর্চা।
নমুনা সংগ্রহের কৌশল:
স্বাস্থ্যবিজ্ঞান এবং সমতুল বিভাগের একাধিক বিষয়ে গবেষণার জন্য কী পরিমাণ নমুনা সংগ্রহ করতে হবে, কোন কোন পদ্ধতিতে করতে হবে, তা নিয়ে দেওয়া হবে প্রশিক্ষণ।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
গবেষণাগারে বিশেষ যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ:
জেনেটিক্স, নিউরোবায়োলজি, মলিকিউলার বায়োলজি-র মতো একাধিক বিষয়ে গবেষণার কাজের প্রশিক্ষণ দেবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। উল্লিখিত কর্মসূচির মাধ্যমে গবেষণাগারে বিশেষ যন্ত্র ব্যবহারের কৌশল শেখাবেন বিশেষজ্ঞেরা।