How to Study Abroad

গন্তব্য যখন বিদেশ! উচ্চশিক্ষার জন্য এগোবেন কী ভাবে? মাথায় রাখতে হবে বিশেষ কিছু নিয়ম

বিভিন্ন সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর গড়ে প্রায় ১৩ লক্ষ পড়ুয়া বিদেশে উচ্চশিক্ষা বা গবেষণার উদ্দেশ্যে পাড়ি দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৪:৩৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পছন্দের বিষয় নিয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ পাড়ি দেওয়ার পথে ঝুঁকছেন বহু পড়ুয়াই। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫-এ ১৮ লক্ষেরও বেশি পড়ুয়া বিদেশে পড়াশোনা করছেন। এ ক্ষেত্রে তাঁদের প্রথম পছন্দে রয়েছে তিনটি দেশ—আমেরিকা, কানাডা এবং ব্রিটেন। এ ছাড়াও ইউরোপ, এশিয়া, দক্ষিণ আমেরিকাতেও পাড়ি দেন অনেকেই।

Advertisement

বিদেশের বিশেষ করে পশ্চিমি দুনিয়ার বিশ্ববিদ্যালয়গুলিতে লেখাপড়া মূলত গবেষণাধর্মী। তাই যাঁরা গবেষণা নির্ভর বিষয়ে পড়াশোনা করতে চান, তাঁদের বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ বেছে নেওয়ার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। কী বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছেন, কোন কোন বিশ্ববিদ্যালয় ওই বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে— প্রথমে তার ছক কষে নিতে হবে—

কী কী পরীক্ষা দিতে হবে?

Advertisement

বিদেশে পড়াশোনার জন্য অনুমোদন পেতে গেলে কিছু পরীক্ষায় পাশ করতেই হয়। ইংরেজি ভাষায় কতটা সাবলীল, তা যাচাই করার জন্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস), টেস্ট অফ ইংলিশ অ্যাজ় আ ফরেন ল্যাঙ্গুয়েজ (টিওএফএল) নেওয়া হয়। এ ছাড়াও আমেরিকার কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য স্যাট দিতে হয়। ম্যানেজমেন্ট নিয়ে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (জিম্যাট) এবং কিছু কিছু ক্ষেত্রে গ্র্যাজুয়েশন রেকর্ড এগ্জ়ামিনেশন-ও (জিআরই) দেওয়া আবশ্যক।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভেবেচিন্তে দেশ বাছাই—

সদ্যই আমেরিকার অভিবাসন এবং শুল্ক নীতিতে রদবদল হয়েছে। অস্ট্রেলিয়ার তরফেও আন্তর্জাতিক পড়ুয়া ভিসার আবেদন গ্রহণের নিয়মও বদলেছে। এ ছাড়াও বিভিন্ন দেশের ভাষা, সংস্কৃতি, নিয়ম, থাকার খরচও আলাদা। কর্মক্ষেত্রে চাহিদার বিচারেও বিভিন্ন দেশে পেশার চাহিদাও ভিন্ন। সে ক্ষেত্রে পছন্দের বিষয় নিয়ে কোন দেশে পড়ার পর গবেষণা বা কাজের সুযোগ কেমন— তা ভেবে চিন্তে বাছাই করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজখবর—

তবে, শুধু দেশের আর্থসামাজিক পরিকাঠামোই নয়, যে বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হবেন, তার খুঁটিনাটিও জেনে নিতে হবে। সেই বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনী এবং বর্তমান পড়ুয়াদের সঙ্গে যদি কথা বলে নিতে পারেন, তাঁদের থেকে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জেনে নিতে হবে। এর জন্য কিউএস র‌্যাঙ্কিং, ডিএএডি, ইউসিএএস, কমন অ্যাপ-এর মতো অনলাইন সাইটগুলি থেকে বিশ্ববিদ্যালয়ের কোর্স, খরচ, পরিকাঠামো, পড়াশোনার মান সম্পর্কে জানতে পারবেন।

বৃত্তি ও অন্য আর্থিক সুযোগ সুবিধা—

কোনও কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ পাওয়া যায়। সেই অর্থ কোথায় কী ভাবে খরচ করতে পারবেন, তার একটি খসড়া তৈরি করে নেওয়া দরকার। এ ছাড়াও অনলাইন বা ডেবিট বা ক্রেডিট কার্ড মারফত টাকার লেনদেনের ক্ষেত্রে ওই দেশে কী কী নিয়ম রয়েছে, তা আগে থেকে জেনে নিতে হবে। পাশাপাশি, পড়াশোনা করতে করতে কেউ যদি চাকরির পরিকল্পনাও করে থাকেন, সে ক্ষেত্রে বিদেশে কাজের নিয়ম কানুন সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার।

স্টেটমেন্ট অফ পারপাস কী?

অনলাইনে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের সঙ্গে একটি অনুমোদনপত্র এবং স্টেটমেন্ট অফ পারপাস (এসওপি) জমা দিতে হয়। ওই অনুমোদনপত্র প্রার্থীকে চেনেন, এমন কোনও ব্যক্তিকে লিখে দিতে হবে। কারণ ওই চিঠিতে তাঁকে লিখতে হবে, কেন ওই বিষয়টির জন্য প্রার্থী যোগ্য।

এসওপি-তে গুছিয়ে লিখতে হবে কোন কোন বিষয় নিয়ে পড়েছেন, পড়াশোনার বাইরে আর কী কী বিষয় নিয়ে আগ্রহ রয়েছে, পছন্দের বিষয় নিয়ে বিদেশের বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে চান, ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে। বিদেশের বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রম বহির্ভুত কাজে পড়ুয়া কতটা সাবলীল, তা যাচাই করতেই এই বিশেষ প্রবন্ধটি লিখতে হয়।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

চ়ূড়ান্ত প্রক্রিয়া—

এই সমস্ত নথি যাচাই করার পর ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হলে ‘কনফার্মেশন অফ অ্যাকসেপট্যান্স ফর স্টাডিজ়’ পাঠাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। সেই চিঠি ছাড়া ভিসার আবেদন গৃহীত হবে না। ভিসার জন্য সেই সমস্ত নথিও দিতে হবে, যা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় জমা দিয়েছিলেন।

ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ—

এরই সঙ্গে, যে দেশেই পড়তে যাচ্ছেন, সেখানকার ভারতীয় দূতাবাসের নম্বর অবশ্যই সঙ্গে রাখতে হবে। পাশাপাশি, নিজের জন্মের শ‌ংসাপত্র, যে বাড়িতে বা হস্টেলে থাকবেন, তার যাবতীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। বিদেশে গিয়ে কোনও সমস্যায় পড়লে কী ভাবে, কার সঙ্গে কিংবা কোথায় যোগাযোগ করতে হয়, তা-ও আগে থেকে জেনে নেবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement