প্রতীকী ছবি।
ছেলেমেয়েদের বেড়ে ওঠার স্তরটি নানান ঝড়-ঝাপটার মধ্যে দিয়ে পেরোতে হয়। কিশোর-কিশোরীদের উপর এই ঝড়ের সরাসরি প্রভাব পড়ে। তবে বয়ঃসন্ধিকাল সম্পর্কে তরুন-তরুনীদেরও অনেক বিষয়ই অজানা। তার উপর খাদ্য এবং প্রযুক্তির বিবর্তনের জেরে দৈনিক জীবনযাপনের ক্ষেত্রেও এসেছে অনেক পরিবর্তন। তাই যে সমস্যা বয়ঃসন্ধিকালে হয়ে থাকে, বা যে বিষয়গুলি কার্যত অজানা, সেগুলি শিখে নেওয়া প্রয়োজন।
এই বিষয়টি শেখাবেন আইআইটি খড়্গপুরের অধ্যাপক সুমনা সামন্ত এবং অধ্যাপক পরমেশ্বর সৎপতি। এই দুই অধ্যাপকের পরিচালনায় ‘বয়ঃসন্ধিকালের স্বাস্থ্য এবং সুস্থতা: একটি সর্বজনীন পদ্ধতি’ শীর্ষক একটি কোর্স করানো হবে। এই কোর্সটিতে স্নাতকোত্তর উত্তীর্ণ এবং পাঠরত পড়ুয়ারা নাম নথিভুক্ত করতেপারবেন। কোর্সটির বিষয়ে বিস্তারিত তথ্য ন্যাশনাল প্রোগ্রাম অনটেকনোলজি এনহ্যান্সড লার্নিং-এর স্বয়ম পোর্টালে রয়েছে।
কোন কোন ক্ষেত্রের পড়ুয়ারা সুযোগ পাবেন?
কমিউনিটি মেডিসিন, নার্সিং, ফুড সায়েন্স,হেল্থ অ্যান্ড নিউট্রিশন বিভাগের স্নাতকোত্তর পড়ুয়ারা পড়ার সুযোগ পাবেন। শর্তসাপেক্ষে স্বাস্থ্য বিজ্ঞান বা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তীর্ণ পড়ুয়ারাও আবেদন করতে পারবেন।
অন্যান্যদের ক্ষেত্রে শর্তাবলি:
এই কোর্সে স্বাস্থ্য, পুষ্টি, মেডিসিন বিভাগে কর্মরত পেশাদার, ফিটনেস কোচ হিসেবে গবেষনারত ব্যক্তিরাও নাম নথিভুক্ত করতে পারবেন।
কোর্সের খুঁটিনাটি:
নাম নথিভুক্ত করার শেষ দিন ২১অগস্ট, ২০২৩। কোর্সটি সম্পর্কে আরও জানতে ন্যাশনাল প্রোগ্রাম অনটেকনোলজি এনহ্যান্সড লার্নিং-এর স্বয়ম পোর্টালটি দেখে নিতে হবে।