প্রতীকী চিত্র।
সোমবার উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের শেষ দিন। এ দিন অভিযোগ ওঠে, বায়োলজিক্যাল সায়েন্সেস পরীক্ষার প্রশ্নপত্রে ভুল রয়েছে। একই সঙ্গে দু’টি প্রশ্নের ভুল ধরা পড়ায় উদ্বিগ্ন পরীক্ষার্থীরা। সংসদের আশ্বাস, সত্যিই প্রশ্নপত্রে ভুল থাকলে, পরীক্ষার্থীদের চেষ্টার ভিত্তিতে পুরো নম্বর দেওয়া হবে।
গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা। ২২ সেপ্টেম্বর পরীক্ষার শেষ দিনে বায়োলজিক্যাল সায়েন্সেস, রাষ্ট্রবিজ্ঞান এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিষয়ের পরীক্ষা ছিল। বাকি দু’টি বিষয়ের ক্ষেত্রে কোনও সমস্যা দেখা না গেলেও বায়োলজিক্যাল সায়েন্স-এর প্রশ্নপত্রে ভুল ধরা পড়ে। আতান্তরে পড়েন পরীক্ষার্থীরা।
এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পরীক্ষার্থীদের চিন্তার কোনও কারণ নেই। তিনি বলেন, “পরীক্ষার্থীরা প্রশ্ন দু’টি দেওয়ার চেষ্টা করলেই পূর্ণ নম্বর পাবেন।” তবে, প্রশ্নপত্রের ভুল প্রসঙ্গে মডারেটরদের (যে শিক্ষকেরা প্রশ্ন তৈরি করেছেন) সঙ্গে আগে কথা বলা হবে বলে জানান তিনি। নেওয়া হবে বিশেষজ্ঞদের মতামত। যদি সত্যিই ভুল রয়েছে দেখা যায়, তা হলেই কোনও পড়ুয়া পুরো নম্বর পাবে।
এ বছর এমনিই সীমিত সময়ের মধ্যে ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দেওয়া নেওয়া আতঙ্কে ছিল পরীক্ষার্থীরা। ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে কী ভাবে ৪০ বা ৩৫ নম্বরের পরীক্ষা ওএমআর শিটের মাধ্যমে নির্ভুল ভাবে দেওয়া যাবে তা নিয়ে চিন্তিত ছিল অনেকেই। সংসদের তরফে বারবার আশ্বস্ত করা হলেও শেষ পর্যন্ত অঙ্ক, পদার্থবিদ্যা এবং রাশিবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় পরীক্ষার্থীরা।