— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ভারতীয় সেনায় স্নাতকদের নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিং শাখার একাধিক বিষয়ে স্নাতক স্তরে উত্তীর্ণ পুরুষ প্রার্থীরা ‘টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স’-এর অধীনে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।
কারা আবেদন করতে পারবেন?
আবেদন করার জন্য সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, প্লাস্টিক টেক, রিমোট সেন্সিং, ব্যালিস্টিক্স, বায়োমেডিক্যাল, এগ্রিকালচারাল, ফুড টেক, মেটালার্জিক্যাল, লেজ়র টেক, ট্রান্সপোর্টেশন, নিউক্লিয়ার টেকনোলজির মতো বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।
প্রশিক্ষণের জন্য মোট ৩০ জনকে বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মোট এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে। তার পর মেধা এবং যোগ্যতা অনুযায়ী প্রার্থীদের নির্দিষ্ট ক্যাডেটের আধিকারিক হিসাবে কাজ করতে হবে।
প্রশিক্ষণের খুঁটিনাটি:
দেহরাদূনের কেন্দ্রে চলবে এক বছরের প্রশিক্ষণ। প্রশিক্ষণের সময় সাম্মানিক হিসাবে প্রতি মাসে ৫৬,১০০ টাকা দেওয়া হবে।
কী ভাবে আবেদন করবেন?
আগ্রহীদের ‘জয়েন ইন্ডিয়ান আর্মি’ শীর্ষক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ওই আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি জমা করতে হবে। এ ছাড়াও সাইক্লিং, স্কোয়াট, পুশ আপ, পুল আপের মতো কিছু ব্যায়াম করতে পারার মাপকাঠি রয়েছে, যার বিশেষ দক্ষতা থাকা প্রয়োজন।
কী ভাবে নিয়োগ করা হবে?
আবেদনের শেষ দিন কবে?
আবেদনের জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। পোর্টালটির মাধ্যমে ৬ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।