Indian Association for the Cultivation of Science

মাধ্যমিক পাশ হলেই মিলবে আইএসিএস-এ কাজের সুযোগ, কী ভাবে?

১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীর বয়স। গ্রুপ সি বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে নিয়োগ করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ১৪:১৪
Share:

আইএসিএস। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আইএসিএস-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নিন।

Advertisement

পদ: গ্রুপ সি বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে নিয়োগ করা হবে।

শূন্যপদ: ১০টি।

Advertisement

যোগ্যতা: আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন: প্রতি মাসে ১৮ হাজার টাকা।

বয়ঃসীমা: ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীর বয়স।

আবেদন পদ্ধতি:

বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। এর পর পাসপোর্ট সাইজের ছবি-সহ আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতা, বয়সের শংসাপত্র-সহ প্রয়োজনীয় নথি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৩ বিকাল ৪টের মধ্যে জমা করতে হবে।

আবেদন করার জন্য তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং মহিলা প্রার্থীদের জন্য ৫০০টাকা করে ধার্য করা হয়েছে। বাকি বিভাগের প্রার্থীদের জন্য ১০০০ টাকা ধার্য করা হয়েছে আবেদনপত্রের মূল্য হিসাবে। ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে আবেদনমূল্য।

লিখিত পরীক্ষা, ইন্টারভিউ-সহ প্রয়োজনীয় ধাপ অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে আইএসিএস-এর ওয়েবসাইটটি দেখুন http://www.iacs.res.in/।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন