JU Admission 2025

ন’মাসেই শেখা যাবে চিকিৎসা-গবেষণার খুঁটিনাটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু ভর্তি

বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার কলকাতার বেসরকারি হাসপাতাল মণিপাল (পূর্বতন আমরি)-এর সঙ্গে একযোগে এই কোর্সের আয়োজন করবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৭
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি অভিনব বিষয় পড়ানো হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তা অনুযায়ী, শহরের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথ ভাবে এই কোর্স করানো হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। যার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অফলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন ওষুধপত্র এবং ভ্যাক্সিনের ভূমিকা খতিয়ে দেখা নিয়ে এই কোর্স করানো হবে। যার নাম— ‘ফার্মাকোভিজিল্যান্স ইন ক্লিনিক্যাল রিসার্চ’। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার এটি কলকাতার বেসরকারি হাসপাতাল মণিপাল (পূর্বতন আমরি)-এর সঙ্গে একযোগে আয়োজন করবে। স্বল্পমেয়াদি এই সার্টিফিকেট কোর্সটি মাত্র ন’মাসের। কোর্সের ক্লাস শুরু হবে আগামী ৫ এপ্রিল থেকে।

থিওরি এবং প্র্যাক্টিক্যাল ক্লাসের মাধ্যমে কোর্সের বিষয়বস্তু পড়ানোর ব্যবস্থা করা হবে। থিওরি ক্লাস হবে বিশ্ববিদ্যালয়েই। প্র্যাক্টিক্যালের জন্য পড়ুয়াদের সংশ্লিষ্ট হাসপাতালে যেতে হবে।

Advertisement

বিজ্ঞপ্তিতে প্রকাশ, জীবনবিজ্ঞানের যে কোনও শাখায় বিএসসি/ বিফার্ম/ এমফার্ম/ এমবিবিএস/ এমডি/ এমডিএস/ নার্সিং/ বিএইচএমএস/ বিডিএস/ বিভিএসসি/ প্যারামেডিক্যালে ডিপ্লোমা থাকলেই এই কোর্সে ভর্তির আবেদন করা যাবে।

আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ‘ইনফরমেশন সেন্টার’ থেকে ৫০ টাকা মূল্যের বিনিময়ে সংগৃহীত আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে হবে। আগামী ১৮ মার্চ আবেদনের শেষ দিন। এর পরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ২১ মার্চ। এই সংক্রান্ত বাকি তথ্য বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement