NEET PG Counselling 2024

মেডিক্যালের স্নাতকোত্তরে ভর্তির কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশিত, বিজ্ঞপ্তি জারি এমসিসি-র

মোট চারটি রাউন্ডে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে। এর জন্য পড়ুয়াদের অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৭:০৯
Share:

প্রতীকী চিত্র।

বহু প্রতীক্ষার পরে চলতি বছরে মেডিক্যালের স্নাতকোত্তরে প্রবেশিকা নিট পিজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন) কাউন্সেলিং-এর দিনক্ষণ প্রকাশ করা হল। সম্প্রতি মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) তাঁদের ওয়েবসাইটে ওই কাউন্সেলিং-এর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে। জানানো হয়েছে, মোট চারটি রাউন্ডে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে। এর জন্য পড়ুয়াদের অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে।

Advertisement

প্রকাশিত সূচি অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং ছাড়াও একটি স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের আয়োজন করবে এমসিসি। প্রথম রাউন্ডের জন্য আগামী ১৭ নভেম্বরের মধ্যে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে পড়ুয়াদের। বিভিন্ন কলেজের নানা কোর্সের শূন্য আসনে ‘চয়েস ফিলিং’ এবং ‘চয়েস লকিং’ প্রক্রিয়া সম্পন্ন হবে ৮ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে। নভেম্বরের ১৮ এবং ১৯ তারিখ ‘সিট অ্যালটমেন্ট’ বা আসন বরাদ্দ করার প্রক্রিয়া সম্পন্ন হবে। এর পরে পড়ুয়াদের জন্য বরাদ্দ আসনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ২০ নভেম্বর। নির্ধারিত কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের উপস্থিত হতে হবে ২১ থেকে ২৭ নভেম্বরের মধ্যে। এর পরে ২৮ এবং ২৯ নভেম্বর কলেজগুলিতে পড়ুয়াদের সমস্ত নথি যাচাই করে দেখা হবে।

একই ভাবে দ্বিতীয় রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৪ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন কলেজের নানা কোর্সের শূন্য আসনে ‘চয়েস ফিলিং’ এবং ‘চয়েস লকিং’ প্রক্রিয়া সম্পন্ন হবে ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বরের ১০ এবং ১১ তারিখ ‘সিট অ্যালটমেন্ট’ বা আসন বরাদ্দ করার প্রক্রিয়া সম্পন্ন হবে। বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ১২ ডিসেম্বর। নির্ধারিত কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের উপস্থিত হতে হবে ১৩ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে। এর পরে ২১ এবং ২২ ডিসেম্বর কলেজগুলিতে পড়ুয়াদের সমস্ত নথি যাচাই করে দেখা হবে।

Advertisement

তৃতীয় রাউন্ডের বিভিন্ন ধাপের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে ২৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে। সব শেষে চতুর্থ বা ‘স্ট্রে ভ্যাকেন্সি’ রাউন্ডের সমগ্র প্রক্রিয়াটি ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে।

চলতি বছরের নিট পিজিতে উত্তীর্ণরা এই কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষায় তাঁদের র‍্যাঙ্কের উপর নির্ভর করেই বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পাবেন তাঁরা। কাউন্সেলিংয়ের সম্পূর্ণ সময়সূচিটি দেখে নেওয়া যাবে এমসিসি-র ওয়েবসাইট mcc.nic.in -এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement