NALSAR University of Law Admission 2026

সাইবার অপরাধ, ফরেন্সিক বা আইনে কৃত্রিম মেধার প্রয়োগ! অনলাইনেই শেখা যাবে খুঁটিনাটি

দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান নালসার ইউনিভার্সিটি অফ ল-এর তরফেও পড়ানো হবে নানা বিষয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৩:২২
Share:

নালসার ইউনিভার্সিটি অফ ল। ছবি: সংগৃহীত।

স্বাস্থ্য থেকে শিক্ষা— কৃত্রিম মেধার প্রয়োগ এখন সর্বত্র। বাদ যায়নি বিচারব্যবস্থা এবং আইনও। দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান নালসার ইউনিভার্সিটি অফ ল-এর তরফেও পড়ানো হবে এই বিষয় সম্পর্কিত পাঠক্রম। এ ছাড়া সমসাময়িক বেশ কিছু আইন সংক্রান্ত বিষয়েও দেওয়া হবে পাঠ। সকলের সুবিধার্থে অনলাইনেই হবে ক্লাস।

Advertisement

নালসার ইউনিভার্সিটি অফ ল-এর তরফে এআই অ্যান্ড কপিরাইট ল, সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক্স ইউজ়িং ওএসআইএনটি টুলস অ্যান্ড টেকনিক্স, ফরেন্সিক্স ইন নাটশেল এবং গুড্‌স অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বিষয়ে কোর্স করানো হবে। তিন থেকে পাঁচ দিনেই শেখানো হবে নানা বিষয়ের খুঁটিনাটি। কোনও কোর্সের ক্লাস চলবে আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আবার কোনও কোনও কোর্সের ক্লাস ১৮ থেকে ২২ বা ২০ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে আয়োজন করা হবে। স্বল্পমেয়াদি কোর্সগুলির জন্য ফি ধার্য করা হয়েছে ১০,০০০ বা ১৫,০০০ টাকা।

সমস্ত বিষয়ের ক্লাস নেবেন প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকেরা। যে কোনও বিষয়ের স্নাতক পড়ুয়ারাই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। পাশাপাশি, যাঁরা স্নাতক স্তরে পাঠরত, তাঁরাও আবেদন করতে পারবেন কোর্সে ভর্তির জন্য।

Advertisement

অনলাইন কোর্স শেষে পড়ুয়াদের মূল্যায়নের জন্য পরীক্ষাও নেওয়া হবে। ন্যূনতম ৫০ শতাংশ নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁদের শংসাপত্র দেওয়া হবে।

আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। কোন ক্ষেত্রে আবেদনের শেষ দিন ৩ ফেব্রুয়ারি। আবার অন্য কয়েকটি কোর্সে আবেদনের শেষ দিন ১৬ বা ১৮ ফেব্রুয়ারি। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement