এনআইটি তিরুচিরাপল্লী। ছবি: সংগৃহীত।
গবেষণার পাশাপাশি পড়ার সুযোগ দিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউটস অফ টেকনোলজি তিরুচিরাপল্লী। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার অফ সায়েন্স প্রোগ্রামে ভর্তির জন্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। এটি একটি গবেষণা ভিত্তিক পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম। যে সকল পড়ুয়া ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর পড়তে পারবেন। তবে এই কোর্সের ক্ষেত্রে বেশির ভাগই গবেষণাভিত্তিক কাজ শেখার সুযোগ রয়েছে।
আবেদন করবেন কী ভাবে?
এনআইটি তিরুচিরাপল্লীর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানেও দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ ডিসেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি তিরুচিরাপল্লীর ওয়েবসাইটটি দেখে নিতে হবে।