NBEMS Exam Calendar 2024

নিট পিজি-সহ মেডিক্যালের একাধিক পরীক্ষার সূচি প্রকাশ করল ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন

পরীক্ষার সম্ভাব্য সময় পরে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনও করা হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ১৭:২৮
Share:

প্রতীকী চিত্র।

দেশব্যাপী মেডিক্যালের বেশ কয়েকটি পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করল দ্য ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। বৃহস্পতিবার বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষার সম্ভাব্য সময় পরে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনও করা হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisement

এনবিইএমএস-এর ওয়েবসাইট natboard.edu.in-এ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪-এ পরীক্ষাগুলি হবে নিম্নলিখিত তারিখে।

  • ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্টগ্র্যাজুয়েট (নিট পিজি) হবে আগামী ৩ মার্চ।
  • ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েটস এগজ়ামিনেশন (এফএমজিই) হবে আগামী ২০ জানুয়ারি।
  • ডিএনবি/ ডক্টর ফাইনাল প্র্যাক্টিক্যাল এগজ়ামিনেশন-অক্টোবর ২০২৩ হবে আগামী জানুয়ারি/ ফেব্রুয়ারিতে।
  • ফরেন ডেন্টাল স্ক্রিনিং টেস্ট (বিডিএস) হবে আগামী ২০ জানুয়ারি।
  • নিট এমডিএস হবে ৯ ফেব্রুয়ারি।
  • এফইটি হবে ১৮ ফেব্রুয়ারি।
  • এনবিইএমএস ডিপ্লোমা প্র্যাক্টিক্যাল এগজ়ামিনেশন, ডিসেম্বর ২০২৩ হবে ফেব্রুয়ারি/ মার্চ ২০২৪।
  • ফরেন ডেন্টাল স্ক্রিনিং টেস্ট (এমডিএস ডিগ্রি এবং পিজি ডিপ্লোমা), ২০২৩ হবে আগামী ১৬ মার্চ।
  • এফএনবি এগজিট এগজ়াম হবে আগামী মার্চ বা এপ্রিল মাসে।
  • ডিএনবি/ ডক্টর ফাইনাল থিওরি এগজ়ামিনেশন হবে আগামী ২৪,২৫,২৬ এবং ২৭ এপ্রিল।
  • ডিএনবি পোস্ট ডিপ্লোমা সিইটি হবে আগামী ১৯ মে।
  • ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট টেস্ট হবে আগামী ৯ জুন।
  • এনবিইএমএস ডিপ্লোমা ফাইনাল এগজ়ামিনেশন হবে আগামী ১৩,১৪ এবং ১৫ জুন।
  • এফএমজিই হবে আগামী ৩০ জুন।
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন