NBU PG Admission 2025

পাহাড়ের কাছে কোনও প্রতিষ্ঠানে উচ্চস্তরে পড়ার ইচ্ছে? সুযোগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার অফ সায়েন্স/ মাস্টার অফ আর্টস, মাস্টার অফ কমার্স এবং ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মাস্টার্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এলএলএম-এ ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১০:৪৫
Share:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগে স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

Advertisement

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার অফ সায়েন্স/ মাস্টার অফ আর্টস, মাস্টার অফ কমার্স এবং ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মাস্টার্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এলএলএম-এ ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ল বিভাগে ভর্তি হওয়ার জন্য রয়েছে ৪১টি আসন। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও বাকি বিভাগগুলিতে আবেদনের জন্য কী যোগ্যতা প্রয়োজন এবং কোন কোন বিষয়ে ক’টি আসন সংখ্যা রয়েছে তার বিস্তারিত বিজ্ঞপ্তি আলাদা ভাবে ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২০ অগস্ট রাত ১১টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে। বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বরেও যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement