WB Diploma Admission 2023

ফার্মাসিতে ডিপ্লোমা পড়তে চান? রয়েছে কল্যাণী-সহ তিন কেন্দ্রে পড়াশোনার সুযোগ

বিজ্ঞান বিষয় নিয়ে দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরা ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। কল্যাণী, বাঁকুড়া এবং জলপাইগুড়ির ইনস্টিটিউট অফ ফার্মাসিতে পড়ার সুযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১০:৪৮
Share:

ইনস্টিটিউট অফ ফার্মাসি, কল্যাণী। ছবি: সংগৃহীত

ফার্মাসি নিয়ে ডিপ্লোমা পড়ার সুযোগ খুঁজছেন? এই রাজ্যেই শুরু হতে চলেছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া। এই মর্মে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দু’বছরের এই ডিপ্লোমা কোর্সটি কোন কোন কেন্দ্রে পড়ানো হবে, ভর্তি হওয়ার ক্ষেত্রে কী কী শর্ত রয়েছে, কী ভাবে ভর্তি নেওয়া হবে— এই সমস্ত বিষয়ে রইল তথ্য।

Advertisement

কারা ডিপ্লোমা করার সুযোগ পাবেন?

বিজ্ঞান বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা নিয়ে যে সমস্ত পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফার্মাসিতে ডিপ্লোমা করতে পারবেন।

Advertisement

এই ক্ষেত্রে ভোকেশনাল স্ট্রিম কোর্স নিয়ে যাঁরা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ডিপ্লোমা পড়ার সুযোগ পাবেন না।

কোর্স সংক্রান্ত তথ্য:

  • দু’বছরের ডিপ্লোমা কোর্স পড়ানো হবে।
  • মোট ৫০০ ঘন্টার প্র্যাকটিক্যাল ট্রেনিং করানো হবে।
  • উল্লিখিত প্রশিক্ষণ তিন মাস পর্যন্ত চলবে।
  • ভর্তির আবেদনের জন্য ৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
  • ডিপ্লোমার টিউশন ফি এক হাজার ২০০ টাকা, সেশন ফি ১০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ৮০০ টাকা।
  • আর্থিক ভাবে পিছিয়ে থাকা পড়ুয়ারা বিশেষ সুযোগ পাবেন।
  • ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। রাজ্য মেডিক্যাল কাউন্সিল অনুমোদিত চিকিৎসককে ওই সার্টিফিকেট দিতে হবে।
  • এছাড়াও স্বীকৃত চক্ষু বিশেষজ্ঞের তরফে আরও একটি সার্টিফিকেট থাকতে হবে।

কোন কোন কেন্দ্রে পড়ানো হবে?

এই কোর্সটি কল্যাণী, বাঁকুড়া এবং জলপাইগুড়ির ইনস্টিটিউট অফ ফার্মাসিতে পড়ানো হবে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি এবং কাউন্সেলিং সংক্রান্ত তারিখ সম্পর্কে যাবতীয় তথ্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তাই আগ্রহী প্রার্থীদের ওই ওয়েবসাইট দেখে নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন