এনএসওইউ। ছবি: সংগৃহীত।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইন্টার্নশিপ করাবে। তবে এই প্রশিক্ষণ মাতৃভাষার উপরই। বাংলা ব্যাকরণ, বানান বিধি, বাংলা অভিধান নিয়ে চর্চা, পেশাদারি ক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগ, অনুলিখন পদ্ধতি, প্রশাসনিক শব্দাবলি, বাংলার লৌকিক সংস্কৃতি, গবেষণা প্রকল্প রচনা— এই সমস্ত বিষয়ের উপর আলোকপাত করা হবে। এ ছাড়াও বুক রিভিউ কী ভাবে করতে হয় তাও শেখানো হবে।
কোর্স ফি ৭৫০টাকা। বাংলা স্নাতক স্তরের যে কোনও শিক্ষার্থীই আবেদন করতে পারবেন। ‘হাইব্রিড’ ভাবে ক্লাস করানো হবে, অর্থাৎ অনলাইন এবং অফলাইন দু’ভাবেই হবে। এই কোর্সের মধ্যে দিয়ে বাংলা ভাষার খুঁটিনাটি দিকগুলি নিয়ে পড়ানো হবে।
আবেদন করবেন কী ভাবে?
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি রাত পর্যন্ত আবেদন করা যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনএসওইউ-এর ওয়েবসাইটটি দেখে নিতে হবে।