IISER Admission 2025

স্পেস সায়েন্সেস-সহ একাধিক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ, কোথায় হবে ক্লাস?

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএইচডি-র রেজিস্ট্রেশন ৩০ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৬:০৫
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।

স্পেস সায়েন্সেস-সহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায়। আগ্রহীরা প্রতিষ্ঠানের সাতটি বিভাগের বিষয় নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে পারবেন। প্রতিষ্ঠানের তরফে এই বিষয়ে বিশদ তথ্য একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে।

Advertisement

কোন কোন বিষয়ে পিএইচডি করতে পারবেন?

বায়োলজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্সেস, আর্থ সায়েন্সেস, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ফিজ়িক্যাল সায়েন্সেস এবং প্রতিষ্ঠানের সেন্টার অফ এক্সেলেন্স ইন স্পেস সায়েন্সেস ইন ইন্ডিয়া-র অধীনে স্পেস সায়েন্সেস নিয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে।

Advertisement

আবেদনের শর্তাবলি:

পদার্থবিদ্যা, জীববিদ্যা, রসায়ন, গণিত, বায়োলজিক্যাল সায়েন্সেস, এগ্রিকালচারাল সায়েন্সেস, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিয়োলজি, অ্যাপ্লায়েড জিয়োলজি, জিয়োফিজ়িক্স, আর্থ সায়েন্সেস, অ্যাটমোস্ফেরিক সায়েন্স, অর্থনীতি, হিসাবশাস্ত্র কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় তাঁদের ৭৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

একই সঙ্গে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তবে যে সমস্ত পড়ুয়া উল্লিখিত বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং সিএসআইআর, ইউজিসি-র ফেলোশিপ পেয়ে থাকেন, তাঁরাও আইআইএসইআর থেকে পিএইচডি করার সুযোগ পাবেন।

কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

আগ্রহীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তার আগে তাঁদের ভর্তি হওয়ার আবেদনপত্র পাঠানো প্রয়োজন।

গুরুত্বপূর্ণ তারিখ:

প্রতিষ্ঠানের ওয়েবসাইটের অনলাইন পোর্টালে ৯ মার্চ থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ১৯ মে পর্যন্ত উল্লিখিত বিষয়ে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। ইন্টারভিউ ৯ জুন থেকে ২০ জুন পর্যন্ত চলবে। বাছাই করা প্রার্থীদের নাম ২৬ জুন ঘোষণা করা হবে। এর পরে রেজিস্ট্রেশনের জন্য ২৬ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইন পোর্টাল চালু থাকবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে ৩০ জুলাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement