রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
দ্বাদশ শ্রেণি পাশের পর বেশির ভাগ পড়ুয়াই এগোন পছন্দের বিষয় নিয়ে স্নাতক কোর্সের দিকে। ইতিমধ্যে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছরের স্নাতক কোর্সের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই মর্মে স্নাতক স্তরে ফাইন আর্টস-এর বিভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে।
রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজ়িক, নৃত্য, নাটক, ইনস্ট্রুমেন্টাল মিউজ়িক, পারকাশন এবং পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত (ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজ়িক) বিভাগে ভর্তি হওয়া যাবে। ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে যে সমস্ত পড়ুয়া দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, শুধু তাঁরাই আবেদন করতে পারবেন স্নাতকস্তরে। শিক্ষাগত যোগ্যতা, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা হবে প্রার্থী। ভোকাল মিউজ়িকে ১২৮টি আসন, রবীন্দ্রসঙ্গীতে ১২৪টি, নৃত্যে ১১৮টি, নাটকে ৬৮টি, ইনস্ট্রুমেন্টাল মিউজ়িকে ৩৮টি, পারকাশনে ৩৮ এবং পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীতে ২৮টি আসন রয়েছে।
কী ভাবে ভর্তি হওয়া যাবে?
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’-এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১ জুলাই পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ চলবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।