WBSSC verification list

প্রকাশিত হল নবম দশমের জন্য ইন্টারভিউ তালিকা! আগামী সপ্তাহের মাঝামাঝি নথি যাচাইয়ের সম্ভাবনা

নবম-দশমের নথি যাচাই কবে হবে, তা ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাবে এসএসসি। মনে করা হচ্ছে, আগামী সপ্তাহের মাঝামাঝি ওই বিজ্ঞপ্তি জারি হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা। প্রায় ৪০ হাজার চাকরিপ্রার্থীকে ডাকা হবে নথি যাচাইকরণ এবং ইন্টারভিউয়ের জন্য। জানানো হয়েছে, নবম-দশমের নথি যাচাই কবে হবে, তা ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাবে এসএসসি। মনে করা হচ্ছে, আগামী সপ্তাহের মাঝামাঝি ওই বিজ্ঞপ্তি জারি হতে পারে।

Advertisement

এর আগে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের তালিকাপ্রকাশের দিন বিপত্তি বেধেছিল প্রযুক্তিগত কারণে। তাই এ দিন এসএসসি-র তরফে আগাম সতর্কতা হিসাবে প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার রাত ৮টার আগে কোনও ভাবেই ওয়েবসাইট-এ ঢোকা যাবে না। কারণ, শিক্ষাকর্মী নিয়োগের আবেদন জমা দেওয়ার সময়সীমাও উত্তীর্ণ হচ্ছে এ দিন সন্ধ্যায়।

চলতি বছরের ৩ এপ্রিল প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তার মধ্যে যাঁদের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ করা যায়নি, সেই ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত পুরনো স্কুলেই চাকরি করতে পারবেন বলে জানিয়েছিল আদালত। এর পর তাঁদের নতুন করে পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে বলেও নির্দেশ দিয়েছিল আদালত। ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্য নিয়োগ করতে হবে নতুন প্যানেল, এমনই নির্দেশ ছিল আদালতের। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করা সম্ভব হবে না।

Advertisement

ইতিমধ্যে ঘোষণা হয়েছে একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা। সেখানে দেখা গিয়েছে প্রায় ১০০জন যোগ্যচাকরিহারা সুযোগ পাননি। তাঁরা অনেকেই নবম-দশমের পরীক্ষা দিয়েছিলেন। ফলে উৎকণ্ঠা রয়েছে।

নবম-দশমে শূন্যপদ রয়েছে ২৩,২১২টি। পরীক্ষা দিয়েছিলেন ২,৯৩,১৯২ জন। পরীক্ষা শেষ হয়েছিল ৭ সেপ্টেম্বর। নবম-দশমের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে ২৪ নভেম্বর। এসএসসি-র বিধি অনুযায়ী ১০০ শূন্য পদের জন্য ডাকা হবে ১৬০ জনকে। সেই হিসাবে ২৩,২১২টি শূন্য পদের জন্য ৩৭ হাজার ১৪০ জনের ডাক পাওয়ার কথা। কিন্তু সূত্রের খবর, একাধিক প্রার্থী ন্যূনতম কাট অফ মার্কস পেয়েছেন। তাই এই সংখ্যা দাঁড়াবে প্রায় ৪০,০০০।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement