teacher recruitment

এসএসসির পুরনো চাকরিতে ফেরানোর মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিল শিক্ষা দফতর

সোমবার সন্ধ্যায় শিক্ষা দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ আট মাস বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। যাঁরা পুরনো চাকরিতে ফিরতে চান তাঁদের সময়সীমা বাড়ানো হল।।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ২২:১৮
Share:

প্রতীকী চিত্র।

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকদের যাঁরা পুরনো চাকরিতে ফিরতে চাইছেন তাঁদের ফেরার মেয়াদ বাড়ানোর কথা জানাল সরকার। আগামী বছরের ৩১ অগস্ট পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হল।

Advertisement

সোমবার সন্ধ্যায় শিক্ষা দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ আট মাস বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। যাঁরা পুরনো চাকরিতে ফিরতে চান তাঁদের সময়সীমা বাড়ানো হোক।

সেই অনুমোদন দিয়েছে আদালত। পুরনো চাকরিতে ফেরার মেয়াদ যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল তা ৩১ অগস্ট পর্যন্ত বাড়ানোর আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে শিক্ষা দফতর। অর্থাৎ এখনও যাঁরা প্রাথমিক বা মাধ্যমিক স্কুলের পুরনো চাকরিতে ফিরে যাননি তাঁদের হাতে সময় থাকছে ৩১ অগস্ট পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement