WBJEE 2025 Merit list

প্রকাশিত রাজ্যের জয়েন্টের মেধাতালিকা, প্রথম দশে কলকাতা ও জেলার কোন কোন স্কুল?

ডব্লিউবিজেইই-তে প্রথম হয়েছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৩:৫৩
Share:

প্রতীকী চিত্র।

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত দীর্ঘ আইনি জটিলতায় আটকে ছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (ডব্লিউবিজেইই)-র ফলপ্রকাশ। অবশেষে শুক্রবার, সুপ্রিম কোর্টের রায়ের পর ঘোষিত হল চলতি বছরের ফলাফল। পরীক্ষার ১১৭ দিনের মাথায় ফল ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)।

Advertisement

এ বছর ডব্লিউবিজেইই-তে প্রথম হয়েছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থানে রয়েছেন কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।

প্রথম স্থান:

Advertisement

অনিরুদ্ধ চক্রবর্তী, ডন বস্কো পাবলিক স্কুল, পার্ক সার্কাস।

দ্বিতীয় স্থান:

সাম্যজ্যোতি বিশ্বাস, কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল, নদিয়া।

তৃতীয় স্থান:

দিশান্ত বসু, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা।

চতুর্থ স্থান:

অরিত্র রায়, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা।

পঞ্চম স্থান:

ত্রিশানজিৎ দলুই, পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল, দুর্গাপুর।

ষষ্ঠ স্থান:

সাগ্নিক পাত্র, মেদিনীপুর কলেজিয়েট স্কুল।

সপ্তম স্থান:

সম্বিত মুখোপাধ্যায়, বর্ধমান মডেল স্কুল, পূর্ব বর্ধমান

অষ্টম স্থান:

অর্চিষ্মান নন্দী, ডিএভি মডেল স্কুল, খড়্গপুর।

নবম স্থান:

প্রতীক ধনুকা, দিল্লি পাবলিক স্কুল, রাজারহাট

দশম স্থান:

অর্ক বন্দ্যোপাধ্যায়, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, পূর্ব বর্ধমান।

রাজ্য জয়েন্ট ২০২৫-এর তিন কৃতী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের দু’টি ওয়েবসাইট (www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in) থেকে র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করার সুযোগ পাবেন। চলতি বছরে ২৭ এপ্রিল হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষা দেন ১,০১, ৬৪৩ জন। উত্তীর্ণ হয়েছেন ১,০০,৫০২ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement