— প্রতিনিধিত্বমূলক চিত্র।
প্রাথমিকের টেট হওয়ার ২১ মাসের মাথায় ফলপ্রকাশ হল। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে ওই পরীক্ষার ফলাফল দেখা যাবে। এ বারের পরীক্ষায় পাশ করেছেন ৬,৭৫৪ জন। পরীক্ষা দিয়েছিলেন ২ লক্ষ ৭৩ হাজার ৪৭ জন।
কী ভাবে রেজ়াল্ট দেখবেন?
২৪ সেপ্টেম্বরই পর্ষদের ওয়েবসাইটে (wbbpe.wb.gov.in) ‘ফাইনাল আনসার কি’ এবং সম্পূর্ণ রেজ়াল্ট প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটের নোটিশ বিভাগ থেকেই তা দেখে নেওয়া যাবে। পাশাপাশি, ওয়েবসাইট থেকেই পরীক্ষার্থীদের ওএমআর-এর অরিজিনাল কপিও আপলোড করা হবে, যাতে প্রত্যেকে নিজের উত্তরপত্র যাচাই করে নেওয়ার সুযোগ পান।
— প্রতিনিধিত্বমূলক চিত্র।
২০২২ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ওই পরীক্ষায় ১ লক্ষ ৫৪ হাজার জন পাশ করলেও পরবর্তীকালে ডিএলএড-এর বৈধতা না থাকায় আইনি জটিলতার কারণে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কমে হয় প্রায় ৫২ হাজার। সেই পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ প্রক্রিয়াই এখনও পর্যন্ত শুরু করে উঠতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এ বছরের পুজো মিটলেই ২০২২ এবং ২০২৩-এর নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। ইতিমধ্যেই শূন্যপদ সংক্রান্ত তথ্যের জন্য রাজ্য অর্থ দফতরের কাছে চূড়ান্ত অনুমোদনের ফাইল চেয়ে পাঠানো হয়েছে। কত শূন্যপদ রয়েছে, কী ভাবে নিয়োগ করা হবে, আবেদন করতে হবে কী না— তা শীঘ্রই পর্ষদ জানিয়ে দেবে।