JU Admission 2026

ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য বিশেষ কোর্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু আবেদন প্রক্রিয়া

‘বাবলস ফর ডায়াগনস্টিকস, থেরাপিউটিকস অ্যান্ড টিস্যু ইঞ্জিনিয়ারিং: রিয়োলজি অ্যান্ড কোলাপসিং জেটস’ এবং কী ভাবে জল মাধ্যাকর্ষণ প্রতিরোধ করে—এই দু’টি বিষয়ের উপর আলোকপাত করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৫:১৯
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ সুযোগ দিচ্ছে কিছু ভ্যালু অ্যাডেড কোর্স পড়ার। ইন্টারফেশিয়াল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইনেবিলিটি অ্যান্ড হেলথকেয়ার বিষয়ের উপর আয়োজন করা হয়েছে এই কোর্সটির। ‘বাবলস ফর ডায়াগনস্টিকস, থেরাপিউটিকস অ্যান্ড টিস্যু ইঞ্জিনিয়ারিং: রিয়োলজি অ্যান্ড কোলাপসিং জেটস’ এবং কী ভাবে জল মাধ্যাকর্ষণ প্রতিরোধ করে—এই দু’টি বিষয়ের উপর আলোকপাত করা হবে। আবেদন করতে পারবেন যে কোনও স্নাতক, স্নাতকত্তর পড়ুয়া। এ ছাড়াও গবেষক, ফ্যাকাল্টি সদস্যেরাও যোগ দিতে পারবেন।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ জানুয়ারি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement