PG Admission 2025

স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু ৮ অগস্ট, ক্লাস শুরু পুজোর আগে

৮ অগস্ট থেকে ২০ অগস্ট পর্যন্ত স্নাতকোত্তরে ভর্তির আবেদন নেওয়া হবে। ২৫ অগস্ট প্রকাশিত হবে মেধাতালিকা। ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ক্লাস শুরু হওয়ার পাশাপাশি ওই মাসের মধ্যেই যাবতীয় ভেরিফিকেশনের কাজ শেষ করে খেলার নির্দেশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২৩:০৭
Share:

ছবি: সংগৃহীত।

স্নাতকের পর এ বার স্নাতকোত্তরে ভর্তির আবেদনের দিন ঘোষণা করল উচ্চশিক্ষা দফতর। ৮ অগস্ট থেকে শুরু এই প্রক্রিয়া। স্নাতকোত্তরে ক্লাস শুরু ১ লা সেপ্টেম্বর থেকে।

Advertisement

ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময়সীমা আর বৃদ্ধি করেনি সরকার। প্রথম পর্যায়ে মেধাতালিকা প্রকাশ করা হবে ৭ অগস্ট। তা আগেই জানানো হয়েছিল। ঠিক তার পরের দিন ৮ অগস্ট থেকে ২০ অগস্ট পর্যন্ত স্নাতকোত্তরে ভর্তির আবেদন নেওয়া হবে। ২৫ অগস্ট প্রকাশিত হবে মেধাতালিকা। ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ক্লাস শুরু হওয়ার পাশাপাশি ওই মাসের মধ্যেই যাবতীয় যাচাইয়ের কাজ শেষ করে ফেলার নির্দেশ।

স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতে ৮০ শতাংশ নিজেদের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি করাতে হবে স্নাতকোত্তর স্তরে। ২০ শতাংশ পড়ুয়া অন্য বিশ্ববিদ্যালয়গুলি থেকে ভর্তি করানো যেতে পারে। তবে যে বিশ্ববিদ্যালয়গুলির অধীনে কোন‌ও কলেজ নেই, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ৯০ শতাংশ পড়ুয়া তাদের নিজেদের বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি করতে হবে, বাকি ১০ শতাংশ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি করানো যাবে।

Advertisement

অভিন্ন পোর্টালের মাধ্যমে স্নাতকস্তরে ভর্তির শেষ দিন ছিল ৩০ জুলাই। সন্ধ্যা ৬টা অবধি তিন লক্ষ ৫৯ হাজার ১১৪ জন ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছেন। অভিন্ন পোর্টালে মোট আবেদন করেছিল ২০ লক্ষ ৫৯ হাজার ৭৬০জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement