WB HS 2025 3rd and 4th semester date

উচ্চমাধ্যমিকের তৃতীয় ও চতুর্থ সিমেস্টার কবে? দিনক্ষণ জানিয়ে দিল শিক্ষা সংসদ

এই বছরই শেষ বার্ষিক প্রক্রিয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হল। এর পর থেকে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে পড়ুয়ারা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৩:৫১
Share:

প্রতীকী ছবি।

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বুধাবার সাংবাদিক বৈঠকে ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এই বছরই শেষ বার্ষিক প্রক্রিয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হল। এর পর থেকে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে পড়ুয়ারা।

Advertisement

একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট চারটি সিমেস্টার। তার মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তৃতীয় ও চতুর্থ সিমেস্টারের। চলতি বছরেই তৃতীয় সিমেস্টারের পরীক্ষা হবে। ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। মোট ১২ দিন পরীক্ষা চলবে। চতুর্থ সিমেস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। চতুর্থ সিমেস্টারের পরীক্ষা চলাকালীন প্রথম ও তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও চলবে। সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোকেশন্যাল বিষয় ছাড়া সব বিষয়ের প্রথম সিমেস্টারের পরীক্ষা হবে। তৃতীয় সিমেস্টারের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত।

যারা অকৃতকার্য হয়েছে তারা চাইলে নতুন পদ্ধতিতেও পরীক্ষা দিতে পারবে। স্কুলের মারফত অনলাইনে নতুন পদ্ধতিতে পড়ার আবেদন জানাতে হবে। সে ক্ষেত্রে তারা তৃতীয় ও চতুর্থ সিমেস্টার দিতে পারবে। ৭ মে রাত থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিন্তু যারা নতুন পদ্ধতিতে যেতে চাইবে না তাঁদের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে। পরীক্ষার সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। কবে কোন পরীক্ষা সবিস্তারে শিক্ষা সংসদের তরফে শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য, চলতি বছরে ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। এই বছর উচ্চ মাধ্যমিকে নাম নথিভুক্ত হয়েছিল ৪ লক্ষ ৮২ হাজার ৯৪৮ জন। পরীক্ষা দিয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। পাশের হার ৯০.৭৯ শতাংশ। মোট ৬২টি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছিল। মেধাতালিকায় প্রথম দশে মোট ৭২ জন পরীক্ষার্থী স্থান পেয়েছে। চলতি বছর থেকে প্রথম রেজাল্টে কিউআর কোড ও পার্সেন্টাইল দু’টোই রাখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement