TET 2023 Exam Date

টেট-এ আবেদনের সময়সীমা বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ

টেট-এ আবেদনের সময়সীমা সোমবার পর্যন্ত বৃদ্ধি করা হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ ১৬:৫২
Share:

আচার্য প্রফুল্লচন্দ্র ভবন। নিজস্ব চিত্র।

প্রাথমিক টেট-এ বসার জন্য এখনও যারা ফর্ম ফিলাপ করে উঠতে পারেননি বা ফর্ম ফিলাপ করেও টাকা জমা দেওয়া হয়নি, দুশ্চিন্তার কোনও কারণ নেই। এ বার আবেদনের সময়সীমা বৃদ্ধি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Advertisement

টেট-এ আবেদনের সময়সীমা সোমবার পর্যন্ত বৃদ্ধি করা হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত তিন সপ্তাহ অনলাইনের মাধ্যমে আবেদনের সময়সীমা দিয়েছিল পর্ষদ। তার পর আরও এক দিন অর্থাৎ ৫ অক্টোবর পর্যন্ত ব্যাঙ্কে টাকা জমার সময় দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

পর্ষদের দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে বহু পরীক্ষার্থী আবেদন করেও টাকা জমা দিতে পারেননি। ওই সমস্ত পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে সময়সীমা বৃদ্ধি করা হল। শুক্রবারের পরিবর্তে সোমবার পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ৬ অক্টোবর থেকে আবার পর্ষদের ওয়েব সাইট আবেদনের জন্য খুলে দেওয়া হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন