Film Stiudies

ফিল্ম স্টাডিজ় পড়তে পারেন কারা! স্নাতকোত্তরের পর কেমন সুযোগ মিলতে পারে কাজের জগতে?

ফিল্ম স্টাডিজ় বিষয়ে পড়ানো হয় কী কী বিষয়, কোন কোন স্তরে পড়ার সুযোগ রয়েছে এবং কাজের পরিসর কী কী— রইল তার বিস্তারিত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৮:৫১
Share:

ফিল্ম স্টাডিজ় পঠনপাঠনের খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।

ফিল্ম স্টাডিজ় মানেই পরিচালনা, অভিনয় বা সিনেমা তৈরির পাঠ নয়। বরং বৃহত্তর দৃশ্য-শ্রাব্য জগতের বিস্তারিত পাঠ দেওয়া হয় এই পাঠক্রমে। ফিল্ম স্টাডিজ় বিষয়ে কী কী পড়ানো হয়, কোন কোন স্তরে পড়ার সুযোগ রয়েছে এবং কাজের পরিসর কেমন— তার খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Advertisement

এ রাজ্যে স্নাতক স্তরে ফিল্ম স্টাডিজ় নিয়ে পড়ার সুযোগ তেমন ভাবে নেই। গোটা দেশে হাতে গোনা কোনও কোনও প্রতিষ্ঠানেই স্নাতক স্তরে ফিল্ম স্টাডিজ় পড়া যায়। তবে সাংবাদিকতা এবং গণজ্ঞাপন পড়ার সময় ফিল্ম স্টাডিজ়ের কিছু অংশ পড়ানো হয়। স্নাতকোত্তর এবং উচ্চস্তরে এ বিষয় নিয়ে পড়াশোনা করা যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই বিষয় নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি-র সুযোগ রয়েছে। তবে এখন স্নাতক স্তরে মাইনর বিষয় হিসাবে ফিল্ম স্টাডিজ় পড়ানো হয় যাদবপুরে।

সারা দেশে প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়েই ফিল্ম স্টাডিজ়-র স্নাতকোত্তর স্তরের বিভাগ চালু হয়, ১৯৯৩-এ। বর্তমানে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতেও উচ্চস্তরে তা পড়ানো হয়। রাজ্যের বাইরে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়-সহ বেশ কিছু প্রতিষ্ঠানে ফিল্ম স্টাডিজ় পড়ার সুযোগ মিলতে পারে।

Advertisement

স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। তবে, প্রতিষ্ঠান আয়োজিত প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হতে পারলেই ভর্তি হওয়া যায়।

কী কী পড়তে হয়?

মিডিয়া কমিউনিকেশন, নিউ মিডিয়া, সাইবার সিকিউরিটি-সহ আরও নানা বিষয় পড়তে হয় স্নাতকোত্তর স্তরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যা পাঠ্যক্রম, তাতে একটি বড় অংশ জু়ড়েই রয়েছে চলচ্চিত্র এবং তৎসন্নিহিত বৃহত্তর গণমাধ্যমের ইতিহাস, সমাজ-রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক, দার্শনিক দিকগুলি।

এর উপর ৮-১০ হাজার শব্দের গবেষণাপত্র লেখা এবং একটি চলচ্চিত্র নির্মাণের ব্যবহারিক ক্লাসও করানো হয় স্নাতকোত্তর স্তরে। এখানে বিশেষ ভাবে জোর দেওয়া হয় ভারতীয় সিনেমা, চলচ্চিত্র তত্ত্ব এবং ভারতীয় গণমাধ্যমের উপর।

কাজের পরিসর—

ফিল্ম স্টাডিজ় পড়ার পর মূলত চলচ্চিত্র সমালোচনার কাজ করা যেতে পারে। কোনও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে অথবা স্বাধীন ভাবে এই পেশায় নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

এ ছাড়াও দু’টি দিক রয়েছে। প্রথমত, গবেষক হওয়ার সুযোগ রয়েছে। রাজ্যের প্রতিষ্ঠান থেকে ফিল্ম স্টাডিজ় নিয়ে পড়ার পর অনেকেই দেশ এবং বিদেশের নানা প্রতিষ্ঠানে অথবা সংস্থায় গবেষক হিসাবে কাজ করার সুযোগ পান।

চলচ্চিত্র নির্মাণ এবং বিভিন্ন দৃশ্য-শ্রাব্য মাধ্যমে যুক্ত হওয়া যায়।

ফিল্ম স্টাডিজ়-এ পিএইচডি করার পর অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হলে অধ্যাপনার সুযোগ থাকে।

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-র মতো সরকারি প্রতিষ্ঠানেও বিভিন্ন পদে চাকরির সুযোগ থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement