AEDP Admission 2026

অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ ডিগ্রি কোর্সেই, কোথায় ভর্তি হতে পারবেন, প্রয়োজন কেমন যোগ্যতা?

টেকনিক্যাল শাখার পড়ুয়াদের জন্য অ্যাপ্রেন্টিসশিপ এমবেডেড ডিগ্রি প্রোগ্রাম (এইডিপি) চালু করা হয়েছে। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)-এর অনুমোদন সাপেক্ষে ওই কোর্সটি বিভিন্ন কলেজে পড়ানো শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৩:১৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রেল, ব্যাঙ্ক, প্রতিরক্ষা, উৎপাদন শিল্প, কারখানা, টাঁকশালের মতো একাধিক ক্ষেত্রে শিক্ষানবিশদের (অ্যাপ্রেন্টিস) বিপুল চাহিদা রয়েছে। স্কুলের পড়াশোনা শেষ করার টেকনিক্যাল স্কিল অর্জনের জন্য অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ সাধারণত মেলে। এ জন্য আলাদা করে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস (আইটিআই)-এর বিভিন্ন ট্রেডে শংসাপত্রও অর্জন করতে হয়। তবে, ইউজিসি-র তরফে এমন একটি ডিগ্রি কোর্স চালু করা হয়েছে, যাতে স্নাতক স্তরের পড়াশোনার সঙ্গেই কাজ শেখার প্রশিক্ষণ পাওয়া যাবে।

Advertisement

অ্যাপ্রেন্টিসশিপ এমবেডেড ডিগ্রি প্রোগ্রাম (এইডিপি) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়ে থাকে। সেখানে রেডিয়োলজি, মেডিক্যাল ইমেজিং টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি, মেডিক্যাল ল্যাব টেকনোলজি, অপটোমেট্রি, বাণিজ্য, রিটেল, লজিস্টিক্স, ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনসিয়োরেন্স, মিডিয়া অ্যান্ড এনটারটেনমেন্ট-এর মতো বিভিন্ন বিষয়ে শিক্ষানবিশির পাঠগ্রহণের সুযোগ রয়েছে। মূলত পঠনপাঠনের সঙ্গে চাকরি সংক্রান্ত প্রশিক্ষণ, হাতেকলমে কাজ শেখাবেন শিক্ষক এবং বিশেষজ্ঞেরা।

চারটি সেমেস্টার নিয়মিত ক্লাস করতে হবে। শেষ দু’টি সেমেস্টার কোনও সরকারি সংস্থায় সবেতন শিক্ষানবিশির সুযোগ পাওয়া যাবে। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, পড়াশোনার সঙ্গে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই ওই ডিগ্রি কোর্স বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হয়েছে। তবে, চাকরির প্রশিক্ষণ পেলেও স্থায়ী পদে নিযুক্ত হওয়ার সুযোগ এই কোর্সের মাধ্যমে মিলবে না।

Advertisement

২০২৬-২৭ শিক্ষাবর্ষে লখনউয়ের ন্যাশনাল পিজি কলেজ ই-কমার্স বিষয়ে ওই ডিগ্রি কোর্স করাবে। এ ছাড়াও পটনা বিশ্ববিদ্যালয়, পাটলিপুত্র বিশ্ববিদ্যালয়, মগধ বিশ্ববিদ্যালয়, বিআর অম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়, গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স থেকেও বিভিন্ন বিষয়ে এইডিপি করার সুযোগ রয়েছে। এ ছাড়াও বিভিন্ন রাজ্যের বৃত্তিমূলক প্রতিষ্ঠানগুলিতেও এই কোর্স চালু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement