MBA Admission 2025

উদ্যোগপতি হওয়ার স্বপ্ন! পড়াশোনা করতে হবে কোন শাখায়, জানাচ্ছে আইআইএফটি

এই কোর্স পড়লে শুধু যে ব্যবসার ক্ষেত্রে লাভবান হবেন, তা নয়। চাকরির করতে চাইলেও এই কোর্সে পেশাগত জীবনপঞ্জি ভাল হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৫:১৭
Share:

আইআইএফটি। ছবি: সংগৃহীত।

চাকরি নয় বরং ব্যবসায়িক দিকে পেশা গড়ে তোলার স্বপ্ন দেখেন অনেকেই। অথচ তাঁদের হয়তো পারিবারিক ব্যবসার ইতিহাস নেই। অভিজ্ঞতার ঝুলিও প্রায় শূন্য। তা হলে কি ব্যবসা করে উন্নতি করা সম্ভব নয়?

Advertisement

একেবারেই তা নয়। উপায় বাতলাচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)।

যে কোনও কাজ শুরু করার আগেই সে বিষয়ে অন্তত প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। ব্যবসায়িক পথ নির্বাচনের আগেও প্রয়োজন সুনির্দিষ্ট পড়াশোনা। সেই সুযোগ দিচ্ছে আইআইএফটি। কেন্দ্রের বাণিজ্য ও শিল্প মন্ত্রক অধীনস্থ এই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে দু’টি কোর্সের আয়োজন করা হয়েছে। কোর্স দু’টি পড়লে শুধু যে ব্যবসার ক্ষেত্রে লাভ হবে, তা-ই নয়, চাকরি ক্ষেত্রেও এই কোর্সে পেশাগত জীবনপঞ্জি ভাল হতে পারে।

Advertisement

দু’টি বিষয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়া যাবে। ইন্টারন্যাশনাল বিজ়নেস এবং বিজ়নেস অ্যানালিটিক্স— এই দু’টি বিষয়ে এমবিএ পড়ার সুযোগ রয়েছে। কলকাতা, দিল্লি, কাঁকিনাড়া, মুম্বই, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু, গুজরাত এবং মুম্বইয়ের ক্যাম্পাসেও পড়তে পারবেন আগ্রহীরা। তবে এই সব ক’টি শহরে শুধু পড়া যাবে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন। এই বিষয়ে কলকাতা আসনসংখ্যা ২৪০। বিজ়নেস অ্যানালিটিক্স বিষয়টি শুধুমাত্র দিল্লির ক্যাম্পাসে পড়ানো হবে।

ইন্টারন্যাশনাল বিজ়নেস পড়তে হলে কলকাতার ক্যাম্পাসের জন্য প্রতি পড়ুয়াকে ২১.৩২ লক্ষ টাকা জমা দিতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক থাকতে হবে।

বিজ়নেস অ্যানালিটিক্স পড়ার কোর্সমূল্য ১৭ লক্ষ ৮৭ হাজার ৫০৬ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক হতে হবে। তবে, স্নাতক স্তরে গণিত অথবা রাশিবিজ্ঞান থাকতেই হবে। ব্যচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। উভয় বিষয়ের ক্ষেত্রে প্রার্থীদের বয়স নির্ধারিত নেই।

আবেদন করবেন কী ভাবে?

অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে জন্য আইআইএফটি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ভর্তির বিজ্ঞপ্তিটি পাবেন আগ্রহীরা। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, বিষয়ের উপর নির্ভর করে প্রার্থীকে আবেদনমূল্য জমা দিতে হবে। ২৮ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement