বাবার সামনেই লরিতে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বাবার চোখের সামনেই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দু’বছরের শিশুপুত্রের। দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল পৌনে ৮টা নাগাদ লিলুয়া থানা এলাকার বেনারস রোডে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৪ ১৪:২৪
Share:

বাবার চোখের সামনেই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দু’বছরের শিশুপুত্রের। দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল পৌনে ৮টা নাগাদ লিলুয়া থানা এলাকার বেনারস রোডে। পুলিশ সূত্রে খবর, প্রতি দিন বেনারস রোডের উপর বিড়াডিগিতে দুধ আনতে যান প্রিয়নাথ হালদার। তিনি লিলুয়ার ভূতবাগানের বাসিন্দা। অন্য দিনের মতো এ দিনও নিজের বছর দু’য়েকের ছেলে পলাশকে সাইকেলে বসিয়ে রেখে দুধ আনতে গিয়েছিলেন তিনি। আচমকাই সাইকেল থেকে পড়ে যায় শিশুটি। পাশ দিয়ে যাওয়া একটি লরির পিছনের ডান দিকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। ঘাতক লরিটির চালক পলাতক। দেহটি ময়নাতদন্তের জন্য হাওড়া মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement