ফের ‘ঝাঁপ’ মেট্রোয়, বিঘ্নিত পরিষেবা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৪ ১৮:০১
Share:

ফের মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে মৃত্যুর ঘটনা ঘটল। সোমবার বিকেল সাড়ে ৩টে নাগাদ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটেছে বলে মেট্রো রেল সূত্রে খবর। এই ঘটনায় আপ লাইনে প্রায় আধ ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন বহু যাত্রী।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন বিকেলে যতীন দাস পার্ক স্টেশনে দমদমমুখী লাইনে মেট্রো ঢোকার সময়ে আচমকাই ঝাঁপ দেন এক বৃদ্ধ। চালক ব্রেক কষার আগেই চাকার তলায় চলে যান তিনি। কালীঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মারা যান তিনি। যাটোর্ধ্ব ওই মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ দিনের এই ঘটনায় সাময়িক ভাবে বিপর্যস্ত হয় মেট্রো পরিষেবা। আপ লাইনের সমস্ত মেট্রো বন্ধ রাখা হয়। বিকেল সওয়া ৪টা নাগাদ ফের মেট্রো চলাচল শুরু হয় বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement