বিজেপি-পুলিশ সংঘর্ষে কার্যত রণক্ষেত্র নিউ মার্কেট, জখম ডিসি সেন্ট্রাল

বিজেপি-পুলিশ সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নিউ মার্কেট এলাকা। ঘটনায় গুরুতর জখম হলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল দেবেন্দ্রপ্রতাপ সিংহ। রাজ্য সরকারের সন্ত্রাস এবং কলকাতা পুরসভার দুর্নীতির প্রতিবাদে বুধবার একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিজেপি-র ট্রেডার্স সেল। দুপুর দু’টো নাগাদ কলেজ স্কোয়্যার থেকে একটি মিছিল যাত্রা শুরু করে। প্রায় তিনশো মানুষ সেই মিছিলে ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৫ ১৮:১৮
Share:

বিজেপি-পুলিশ সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নিউ মার্কেট এলাকা। ঘটনায় গুরুতর জখম হলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল দেবেন্দ্রপ্রতাপ সিংহ।

Advertisement

রাজ্য সরকারের সন্ত্রাস এবং কলকাতা পুরসভার দুর্নীতির প্রতিবাদে বুধবার একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিজেপি-র ট্রেডার্স সেল। দুপুর দু’টো নাগাদ কলেজ স্কোয়্যার থেকে একটি মিছিল যাত্রা শুরু করে। প্রায় তিনশো মানুষ সেই মিছিলে ছিলেন। বেলা আড়াইটে নাগাদ মিছিলটি পুরসভার সামনে এসে পৌঁছয়। আগে থেকেই সেখানে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পুরসভাকে ঘিরে ব্যারিকেড করে রেখেছিল তারা।

পুলিশকে উপেক্ষা করে ম্যাটাডোরের উপরে বিজেপি সদস্যদের বিক্ষোভ সভা শুরু হয়। অভিযোগ, সভা চলাকালীন হঠাত্ই লাঠি চার্জ করে পুলিশ। এমনকী, মিছিল ছত্রভঙ্গ করতে ইটও ছোড়া হয়। পুলিশ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শান্তি বজায় রাখতে মিছিলের সদস্যদের যখন অনুরোধ করছিল তারা, ঠিক তখনই তাদের উদ্দেশ্য করে ইট ছোড়া হয়। একটি ইট এসে পড়ে ডিসি সেন্ট্রালের মাথায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপি এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাঁদের অভিযোগ, পুলিশি অত্যাচারের শিকার তাঁরা। সংঘর্ষে দলের ৩৭ জন কর্মী গুরুতর জখম হয়েছেন বলে দাবি তাঁদের।

Advertisement

এর পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি-পুলিশ সংঘর্ষে নিউ মার্কেট সংলগ্ন এলাকা উত্তাল হয়ে ওঠে। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের ঠেকাতে তাদের লাঠি চার্জ করতে হয়। লাঠির মুখে সাময়িক ভাবে পিছু হটলেও কিছু ক্ষণের মধ্যেই ফের ঘটনাস্থলে ফিরে আসে ট্রেড সেলের সমর্থকেরা। পুরসভার সামনে বসে পথ অবরোধের চেষ্টা করেন তাঁরা। পুলিশি প্রতিরোধে যদিও সে অবরোধ উঠে যায়। এই ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিসি সেন্ট্রাল ছাড়াও তাদের আরও অনেক কর্মী আহত হয়েছেন বলে দাবি পুলিশের। ঘটনাস্থলে এ দিন সন্ধ্যা পর্যন্ত পুলিশ ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন