ছিটমহলের উন্নয়নে কেন্দ্রের সাড়ে ৩ হাজার কোটির পুনর্বাসন প্যাকেজ

বাংলাদেশ সফরের আগে ফের তাঁর সফর-সঙ্গী তথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন না রাজ্য সরকারের দাবি মেনে ছিটমহল উন্নয়নের জন্য পুনর্বাসন প্যাকেজে সম্মতি জানালো কেন্দ্র। রাজ্যের দাবি মেনেই এই বাবদ সাড়ে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর।

Advertisement
শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ১১:১৭
Share:

—ফাইল চিত্র।

বাংলাদেশ সফরের আগে ফের তাঁর সফর-সঙ্গী তথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন না রাজ্য সরকারের দাবি মেনে ছিটমহল উন্নয়নের জন্য পুনর্বাসন প্যাকেজে সম্মতি জানালো কেন্দ্র। রাজ্যের দাবি মেনেই এই বাবদ সাড়ে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর।

Advertisement

তাৎপর্যপূর্ণ ভাবে বাংলাদেশ যাওয়ার প্রাক্কালে মোদী সরকারের এই ভূমিকায় স্বভাবতই খুশি রাজ্য। এ বারের মোদীর এই বাংলাদেশ সফরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। তাই মমতাকে পাশে নিয়েই বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বের মনোভাব বারে বারেই প্রমাণ করতে উদ্যোগী তাঁরা।

বিদেশ মন্ত্রক এবং প্রধানমন্ত্রী দফতরে চলছে শেষ মুহূর্তের তৎপরতা। যে কারণে বিদেশ সচিব জয়শঙ্করের সাংবাদিক বৈঠকও একাধিক বার পিছিয়ে দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বুধবার বিকেল ৪টের এই সাংবাদিক বৈঠক পিছিয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় করার সিদ্ধান্ত হয়। কিন্তু শেষ মুহূর্তেও তা-ও বাতিল করে দেওয়া হয়। আপাতত মোদীর বাংলাদেশ সফরের আগের দিন, শুক্রবার বিকেল ৫টায় সাংবাদিক বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে তিন বার বৈঠকের সময় পরিবর্তন করা হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement