সোয়াইন ফ্লু-র বলি এক শিশু, রাজ্যে মৃত বেড়ে তিন

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জন। বৃহস্পতিবার মধ্যরাতে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মৃতের নাম আবু রেহান (৮)। বাগুইআটির মাঝেরপাড়ার বাসিন্দা আবু দ্বিতীয় শ্রেণিতে পড়ত। গত ৫ তারিখে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল আবু। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ হাসপাতালেই তার মৃত্যু হয়। শুক্রবার সকালে পরিবারের লোকেরা হাসপাতাল থেকে আবুর দেহ নিয়ে রওনা দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৪৪
Share:

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জন। বৃহস্পতিবার মধ্যরাতে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মৃতের নাম আবু রেহান (৮)। বাগুইআটির মাঝেরপাড়ার বাসিন্দা আবু দ্বিতীয় শ্রেণিতে পড়ত। গত ৫ তারিখে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল আবু। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ হাসপাতালেই তার মৃত্যু হয়। শুক্রবার সকালে পরিবারের লোকেরা হাসপাতাল থেকে আবুর দেহ নিয়ে রওনা দেন।

Advertisement

স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, এই নিয়ে এ রাজ্যে সোয়াইন ফ্লু-তে তিন জন মারা গেলেন। তবে এই প্রথম কোনও শিশু সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে মারা গেল। রাজ্যের বিভিন্ন হাসপাতালে মোট ৪৬ জন সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর চিকিত্সা চলছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement