শান্তিনিকেতনের শ্যামবাটী ক্যানালে সেতু বসে যান চলাচল ব্যাহত

ভারী যান চলাচলের জন্য বুধবার রাতে বসে গেল শান্তিনিকেতনের শ্যামবাটী ক্যানালের সেতু। পাথরবোঝাই ট্রাক সেতু পেরনোর সময়ই এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৪ ১৭:১৫
Share:

ভারী যান চলাচলের জন্য বুধবার রাতে বসে গেল শান্তিনিকেতনের শ্যামবাটী ক্যানালের সেতু। পাথরবোঝাই ট্রাক সেতু পেরনোর সময়ই এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে খবর।

Advertisement

সেচ দফতরের অধীনস্থ ময়ূরাক্ষী ক্যানাল (দক্ষিণ ডিভিশন)-এর এই সেতুটি বহু দিন থেকেই জীর্ণাবস্থায় ছিল। তা ছাড়া এই দুর্বল সেতুর উপর দিয়ে বিপজ্জনকভাবে যান চলাচল করত বলেই বাসিন্দাদের অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, সেতু সংস্কারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনও লাভ হয়নি।

শান্তিনিকেতন থেকে সিউড়ি যাওয়ার পথে পড়ে এই শ্যামবাটী সেতু। বহু দিনের পুরনো এই সেতুর সেই ভাবে কোনও সংস্কারই হয়নি। এই সেতু দিয়ে প্রান্তিক ও সোনাঝুড়ির দিকে অসংখ্য যানবাহন চলাচল করে। স্থানীয় মেলা থেকে পর্যটকদের আনাগোনার কারণে ভিড় লেগেই থাকে সেচ দফতরের শ্যামবাটী ক্যানাল বরাবর। এ ছাড়াও এখানে রয়েছে শতাধিক আদিবাসী বাসিন্দার বাস। এক বাসিন্দার কথায় সেতু বসে যাওয়ায় এখন যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে গ্রামবাসীদের প্রায় ৫০০ মিটার ঘুরপথে যেতে হচ্ছে। অন্য দিকে, সোনাঝুরি যাওয়ার লাল মোরামের রাস্তাও খানাখন্দে ভর্তি এবং যাতায়াতের অযোগ্য।

Advertisement

বোলপুরের মহকুমাশাসক মলয় হালদার জানিয়েছেন, সেতু সংস্কারের জন্য বীরভূমের জেলাশাসকের সঙ্গে কথা বলা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন