সল্টলেকে এনআইএ অফিসের বাইরে ‘বিস্ফোরণ’

সল্টলেকে এনআইএ-এর অস্থায়ী অফিসের সামনে ‘বিস্ফোরণ’-এ চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রের খবর, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ সল্টলেকে সিআরপিএফ ক্যাম্পের সামনে একটি বাস স্টপের কাছ থেকে বিকট শব্দ শুনতে পান ক্যাম্পের বাইরের নিরাপত্তরক্ষীরা। বাস স্টপটি ক্যাম্প থেকে মাত্র শ’খানেক মিটার দুরে। সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছয় পুলিশ। সিআরপিএফের ওই ক্যাম্পের ভিতরেই রয়েছে এনআইএ-এর অস্থায়ী অফিস। বর্ধমান বিস্ফারণ কাণ্ডে অভিযুক্তদের রাখা হয়েছে এখানেই। এর পাশেই রয়েছে এসএসবি-র অফিস। এই রকম একটি এলাকায় ওই শব্দে ছড়ায় চাঞ্চল্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৪ ২১:৫৯
Share:

সল্টলেকে এনআইএ-এর অস্থায়ী অফিসের সামনে ‘বিস্ফোরণ’-এ চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রের খবর, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ সল্টলেকে সিআরপিএফ ক্যাম্পের সামনে একটি বাস স্টপের কাছ থেকে বিকট শব্দ শুনতে পান ক্যাম্পের বাইরের নিরাপত্তরক্ষীরা। বাস স্টপটি ক্যাম্প থেকে মাত্র শ’খানেক মিটার দুরে। সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছয় পুলিশ। সিআরপিএফের ওই ক্যাম্পের ভিতরেই রয়েছে এনআইএ-এর অস্থায়ী অফিস। বর্ধমান বিস্ফারণ কাণ্ডে অভিযুক্তদের রাখা হয়েছে এখানেই। এর পাশেই রয়েছে এসএসবি-র অফিস। এই রকম একটি এলাকায় ওই শব্দে ছড়ায় চাঞ্চল্য। শব্দটি কোনও বিস্ফোরণের কি না তা খতিয়ে দেখতে আসেন বিধাননগর কমিশনারেটের কমিশনার রাজীব কুমার। আসেন এনআইএ-র কয়েক জন অফিসারও। তবে প্রাথমিক তদন্তে বিস্ফোরণের কথা স্বীকার করেননি কেউই। রাজীব কুমার বলেছেন, “এলাকা থেকে কোনও গন্ধ পাওয়া যায়নি। একটা আওয়াজ হয়েছে ঠিকই, কিন্তু সেটা যে কোনও বিস্ফোরণ তার স্বপক্ষে কোনও প্রমাণ প্রাথমিক ভাবে পাওয়া যায়নি।” ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। বাড়ানো হয়েছে এলাকার নিরাপত্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন